সপ্তাহান্তে উধাও শীতের আমেজ, একলাফে বেড়ে গেল তাপমাত্রা

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: একলাফে অনেকটাই বেড়ে গেল তাপমাত্রা। প্রায় ২ ডিগ্রি তাপমাত্রা বেড়ে গেল। তাপমাত্রা বেড়ে গেলেও সপ্তাহান্তে জাঁকিয়ে শীতের সম্ভাবনা রয়েছে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গে। এই সপ্তাহের অন্য দিনগুলির তুলনায় শুক্রবার ২ ডিগ্রি তাপমাত্রা বেড়েছে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে, আগামী কয়েকদিনের মধ্যে বঙ্গে প্রবল শীতের সম্ভাবনা রয়েছে। শহর কলকাতা ছাড়াও দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার পতন হবে বেশ খানিকটা।
আরও পড়ুন- করোনা আক্রান্ত বর্ষীয়ান সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য
শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা ছিল ১৭.৬। শুক্রবার তা বেড়ে হয় ২০.২ ডিগ্রি সেলসিয়াসে। হাওয়া অফিস জানিয়েছে যে, ভোরের দিকে শীতের আমেজ থাকলেও বেলা বাড়লে তা উধাও হয়ে যাচ্ছে। কিন্তু কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে শীতের আমেজ তৈরি হবে এই সপাহের শেষের দিকেই। আগামী সোমবার থেকে একটু একটু করে আবার কমবে তাপমাত্রা।