fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

“আপনারা ভাবুন আর কতদিন কংগ্রেসে সময় নষ্ট করবেন”, মুসলিম নেতাদের আহ্বান ওয়েসির

ইন্দ্রানী দাশগুপ্ত, নয়াদিল্লিঃ ওয়ার্কিং কমিটির বৈঠকে রাহুল গান্ধীর বিতর্কিত মন্তব্যর পর কংগ্রেসে থাকা মুসলিম নেতাদের অবহেলিত তুলনা করে বিস্ফোরক মন্তব্য করলেন আসাদউদ্দিন ওয়েসি ।তিনি বলেন “একসময় গুলাম নবি আজাদের  মত নেতারাই আমাদেরকে বিজেপির ‘বি টিম’ বলতো ।আজ সেই দলের নেতারাই তাদেরকে বিজেপির ঘনিষ্ঠ বলে কটাক্ষ করছে”।  পাশাপাশি তিনি কংগ্রেসে থাকা মুসলিম নেতাদের আহ্বান জানিয়ে বলেন “এখনও সময় আছে আপনারা ভাবুন আর কতদিন কংগ্রেসে থেকে সময় নষ্ট করবেন”।

উল্লেখ্য, গত ৭ আগস্ট ২৩ জন কংগ্রেসের প্রবীণ এবং অভিজ্ঞ নেতা সোনিয়া গান্ধী কে একটা চিঠি পাঠান। যেখানে তারা দলের অন্তর্দ্বন্দ্বকে দূর করার জন্য একজন শক্তিশালী স্থায়ী সভাপতির দাবি করেন।সোমবার ওয়ার্কিং কমিটির বৈঠকের শুরুতেই এই বিষয়ে রাহুল গান্ধী তিনি বলেন মধ্যপ্রদেশ এবং রাজস্থানের দল যখন সমস্যার মধ্যে তখন এই ধরনের চিঠি দেওয়ার কোনো মানেই হয় না এরপর এই খবর ছড়িয়ে পড়ে যে রাহুল গান্ধী বলেছেন যারা এই চিঠি পাঠিয়েছে তারা সকলেই বিজেপি ঘনিষ্ঠ রাহুলের এই মন্তব্য সংবাদমাধ্যমের সম্প্রচারিত হওয়ার পরেই এই রায়ের বিরুদ্ধে সরব হন কপিল সিব্বল গুলাম নবি আজাদ, এবং এই বিষয়টিকে তুলে ধরেই গুলাম নবি আজাদের বিরুদ্ধে তোপ দাগেন আসাদউদ্দিন ওয়েসি।

তিনি বলেন, কংগ্রেসের নেতা গোলাম নবী আজাদ একসময় তার দল মীমকে বিজেপির ‘বি টিম’ বলে কটাক্ষ করে ছিল এখন বর্তমানে তারাই বর্তমান নেতৃত্বের কাছে বিজেপি ঘনিষ্ট বলে কথা শুনছেন”। এরসঙ্গে, এই পরিস্থিতিতে কংগ্রেসের প্রতি আনুগত্য দেখানো  সেই সমস্ত  নেতাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সমস্যা হতেই পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন ওয়েসি। এর পাশাপাশি তিনি বলেন, বাংলা থেকে যে সমস্ত মুসলিম নেতারা সময় নষ্ট করছেন তাদের ভাবা উচিত আর কতদিন তারা অবহেলিতভাবে কংগ্রেস নেতৃত্বের আওতায় থাকবেন। ওয়সির এই বক্তব্য ঘিরেই ইতিমধ্যে চূড়ান্ত বিতর্ক তৈরি হয়েছে রাজধানীর অন্দরমহলে।

Related Articles

Back to top button
Close