fbpx
গুরুত্বপূর্ণবিজ্ঞান-প্রযুক্তিহেডলাইন

অক্সিমিটার অ্যাপ বাড়াচ্ছে বিপদ! সাবধানবাণী কেন্দ্রের

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বর্তমান সময়ে করোনা অবস্থায় নাজেহাল মানুষ। করোনা অবস্থার সঙ্গে তাল মিলিয়ে সাধারণ পরিস্থিতি অনেক ক্ষেত্রেই পরিবর্তিত। সেই অবস্থার মধ্যে সাধারণ মানুষ নিজেকে মানিয়ে নিয়েও লড়াই করে এগিয়ে চলেছে। চিকিৎসকেরাও ভালো থাকার জন্য নানা ধরনের পরামর্শ দিয়ে চলেছেন। এদিকে এই অবস্থার ব্যবহার বেড়েছে পালস অক্সিমিটারের। আর এই সুযোগেই চলছে তথ্য চুরির চক্র। প্লে স্টোরে আসছে ভুয়ো অক্সিমিটারের অ্যাপ। সেখানে হাত ছোঁয়ালেই আপনার তথ্য চলে যাচ্ছে অন্যে কাছে। ভুয়ো অক্সিমিটারের ব্যবহারে এবারে কেন্দ্রের তরফে সাবধান করা হল।

আরও পড়ুন:মহিলাদের সঙ্গে অভদ্রতা করলেই রাস্তায় টাঙানো হবে অপারাধীর ছবি সমেত পোস্টার, ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই জাতীয় ভুয়ো অ্যাপগুলি গ্রাহকদের বায়োমেট্রিক তথ্য পড়ে নিতে সক্ষম। সেইসঙ্গে এই ধরনের ভুয়ো অ্যাপগুলিতে ম্যালওয়্যার থাকার সম্ভাবনাও ভয়ঙ্কর ভাবে বেশি।

করোনা সময় বেড়েছে অক্সিমিটারের ব্যবহার। সাধারণ মানুষ হাতের আঙুলের ছোঁয়ায় তথ্য হাতিয়ে নিতে পারে হ্যাকাররা। ফলে সাবধান!

Related Articles

Back to top button
Close