fbpx
অন্যান্যলাইফস্টাইলহেডলাইন

পঁচিশ তোমাকে……

 

আরণ্যক বসু:  (ক্ষত যত, ক্ষতি যত, মিছে হতে মিছে,

নিমেষের কুশাঙ্কুর পড়ে রবে নীচে //

গীতবিতান//পূজা ৩৩২)

এসো আমাদের চিঠিহীন ঠিকানাতে

কচিকাঁচাদের বীরপুরুষের টানে

সলতে পোড়ানো বেদনা-গর্বে এসো

মহাপৃথিবীর আগামী বিনির্মাণে।

####

মুখ ঢেকে রাখা মিতভাষিতায় আঁকা

সারারাত হাঁটা আমার জন্মভূমি

প্রথম আলোর অকারণ খুশি এসো

হঠাৎ ঝড়ের ঘূর্ণিধুলো তো তুমি!

####

এসো সুখবর , শীলিত, সুজাত বেশে ;

সকাল দুপুর বিকেল গড়িয়ে সন্ধে

এপাড়া-ওপাড়া কবি প্রণামের মালায়

আড্ডাপ্রবণ প্রেমে প্রাণে গানে গন্ধে!

####

চিরসখা তুমি, বাঁচার ইচ্ছে ,তাই ;

পঁচিশ, তোমাকে পঁচিশের ভোরে চাই।

…………………………………………..

                                     ২৫ শে বৈশাখ , ১৪২৭

             ঘরের অন্তরে আর বাইরের আকাশে আকাশে আজ বৈশাখের পঁচিশে

Related Articles

Back to top button
Close