fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

বড়সড় নাশকতার আশঙ্কা, ভারতের আকাশে পাক ড্রোন

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ফের বড়সড় নাশকতার ছক কষছে পাকিস্তান। রবিবার হঠাৎই ভারতীয় আকাশে দেখা যায় পাক ড্রোন। পাক সীমান্তের মেন্ধর সেক্টরে ভারতের আকাশসীমা দিয়েই উড়তে দেখা যায় একটি অজানা বস্তু। পরে জানা যায় ওটি পাক ড্রোন। সাম্প্রতিক কালে বেশ কয়েকবার ভারতীয় সীমান্তের একাধিক এলাকায় পাকিস্তানের খামখেয়ালিপনায় ভারতীয় গোয়েন্দাদের আশঙ্কা, পাকিস্তান বোধ হয় ভারতের ওপর কোনও বড় ধরনের হামলা চালানোর ছক কষছে।

আরও পড়ুন- পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে বিহারে মাওবাদী শীর্ষনেতা-সহ খতম ৩

শনিবার সকালেও জম্মুর বিভিন্ন এলাকায় সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গোলাগুলি ছুঁড়েছে পাক বাহিনী। এই সংঘর্ষে পাকিস্তানের গোলায় নিহত হয়েছেন এক ভারতীয় জওয়ানও। কাঠুয়া সেক্টরে জখম হয়েছেন আর এক জওয়ান। তবে পিছিয়ে আসেনি ভারত। উপযুক্ত জবাব  দিয়েছে ভারতীয় সেনারাও। ভারতীয় সেনারা মনে করছে যে, পাকিস্তান হামলা চালানোর পর ভারত এর পাল্টা উত্তর দিলেই শুরু হবে দুপক্ষের গুলির লড়াই।আর তখনই ভারতীয় ভূখণ্ডে ঢুকিয়ে দেওয়া হবে জঙ্গিদের। এরফলে ভারতীয় সেনা আরও বেশি সতর্ক থাকছে।

 

Related Articles

Back to top button
Close