ভারতের থেকে অনেক বেশি দক্ষতার সঙ্গে করোনা পরিস্থিতির মোকাবিলা করছে পাকিস্তান: শশী থারুর

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: যত দিন এগোচ্ছে ভারতে করোনা মাত্রা ছাড়াচ্ছে। ইতিমধ্যেই দেশে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে লক্ষ। মৃত হাজারের বেশি। এরই মাঝে বিতর্ক সৃষ্টি করলেন কেরলের কংগ্রেস সাংসদ শশী থারুর। তাঁর মন্তব্য শুনে একাংশের মনে প্রশ্ন উঠছে যে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করতে গিয়ে তিনি ভারতের অপমান করলেন না তো?
তিনি বলেন, ভারতের থেকে অনেক বেশি দক্ষতার সঙ্গে করোনা পরিস্থিতির মোকাবিলা করছে পাকিস্তান। করোনা পরিস্থিতির মোকাবিলা করতে একেবারেই ব্যর্থ কেন্দ্রের মোদী সরকার বলে জানিয়ে এদিন থারুর বলেন মানুষ মোদী সরকারের ভূমিকা নিয়ে অত্যন্ত অসন্তুষ্ট। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বারবার মোদি সরকারের ব্যর্থতা তুলে ধরেছেন। মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে কীভাবে করোনাকে কেন্দ্র করে ব্যর্থ হয়েছে কেন্দ্রের বিজেপি সরকার।
আরও পড়ুন: হিন্দুদের সংস্কৃতি আমাকে মুগ্ধ করেছে, জানালেন প্রাক্তন ক্রিকেটার জন্টি রোডস
এদিকে থারুরের এই বক্তব্যকে কেন্দ্র করেই বিতর্কের ঝড় উঠেছে। পাকিস্তানের সাহিত্য সম্মেলনে কীভাবে দেশকে ছোট করতে পারলেন থারুর, তা নিয়ে প্রশ্ন উঠেছে।