fbpx
আন্তর্জাতিকগুরুত্বপূর্ণদেশহেডলাইন

সন্ত্রাসে সাহায্য থেকে দৃষ্টি ঘোরাতেই পাকিস্তান ভারতের বিরোধিতা করে, অভিযোগ কেন্দ্রের

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনা আবহে পাকিস্তানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলল ভারত। বৃহস্পতিবার পাকিস্তানের বিরুদ্ধে তোপ দেগেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব। তিনি বলেছেন,  ‘জঙ্গিদের সমর্থনের বিষয়টি থেকে চোখ ঘোরাতেই ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলের কাছে অভিযোগ জানাচ্ছে পাকিস্তান। যারা নিজেদের দেশের মধ্যেই প্রতিমুহূর্তে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটাচ্ছে তারাই আবার কাশ্মীর নিয়ে অভিযোগ তুলছে।’

উল্লেখ্য, আগামী ৫ আগস্ট জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের বর্ষপূর্তি হচ্ছে। ভারত বিরোধিতার মঞ্চ হিসেবে ওইদিনটিকে বেছে নিয়েছে ইসলামাবাদ। দেশজুড়ে কালা দিবস পালনের মধ্যে দিয়ে কাশ্মীরি জঙ্গিদের পাশে থাকার বার্তা দিতে চাইছে তারা। পাশাপাশি ভূস্বর্গে ভারতীয় সেনার অত্যাচারের গল্প তুলে ধরতে চাইছে গোটা বিশ্বের কাছে। নিজেদের দেশে যে সন্ত্রাসবাদী কার্যকলাপ চলে তার থেকে চোখ ঘোরাতেই এই মরিয়া প্রয়াস ইমরানের সরকারের।

                   আরও পড়ুন: জম্মু ও কাশ্মীরে করোনা আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকের সময় ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তবকে এই বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। এই সময়ে ৩৭০ ধারা প্রত্যাহারের বর্ষপূর্তিতে পাকিস্তানের কালা দিবস পালনের প্রসঙ্গও উঠে আসে। তারই জবাবে অনুরাগ শ্রীবাস্তব বলেন, সীমান্তের ওপার থেকে প্রতিনিয়ত ভারতের মাটিতে হওয়া সন্ত্রাসে মদত দিয়ে আসছে পাকিস্তান। আর সেই এই বিষয়টি থেকে আন্তর্জাতিক মহলের নজর ঘোরাতেই এই ধরনের কর্মসূচি নিচ্ছে তারা।

Related Articles

Back to top button
Close