fbpx
আন্তর্জাতিকহেডলাইন

ধর্ষকদের রাসায়নিকভাবে লিঙ্গচ্ছেদের অনুমোদন দিল পাকিস্তান

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মঙ্গলবার ধর্ষকদের রাসায়নিকভাবে লিঙ্গচ্ছেদ আইন পাস এবং যৌননিগ্রহ মামলায় ফাস্ট ট্র‌্যাকিং–এ অনুমোদন দিলেন। ধর্ষণ–দমন অধ্যাদেশের খসড়া মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে পেশ করেন পাক আইনমন্ত্রী। সেখানেই এই সিদ্ধান্ত হয়েছে বলে সূত্রের খবর। যদিও এব্যাপারে এখনও সরকারিভাবে কিছু ঘোষণা করেনি পাক সরকার।

খসড়ায় পুলিশে বেশি সংখ্যক মহিলাদের নিয়োগ, ফাস্ট ট্র‌্যাকিং কোর্ট বসানো এবং সাক্ষীর নিরাপত্তার বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে। ইমরান এটাকে গুরুতর বিষয় বলে উল্লেখ করে বলেছেন, নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা সরকারের কর্তব্য। এব্যাপারে কোনও গাফিলতি তিনি বরদাস্ত করবেন না। আইন দ্রুত পাস হয়ে কড়াভাবে প্রয়োগ হবে বলে মন্তব্য করেন ইমরান। পাক প্রধানমন্ত্রী আরও বলেছেন, নির্যাতিতারা নির্ভয়ে অভিযোগ দায়ের করতে পারেন। তাঁর এবং তাঁর পরিবারের সুরক্ষা এবং পরিচয় গোপন রাখার দায়িত্ব সরকারের।

Related Articles

Back to top button
Close