fbpx
আন্তর্জাতিকহেডলাইন

ইমরান খানের জামিনের মেয়াদ বাড়ল

যুগশঙ্খ, ওয়েবডেস্ক:  ইমরান খানের জামিনের আবেদন বাড়ল। পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আদালত প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়িয়েছ। এক বিচারকের বিরুদ্ধে মন্তব্য করায় তার বিরুদ্ধে ওই মামলা করা হয়। মন্তব্য সংক্রান্ত আরেকটি মামলায় এক সপ্তাহের মধ্যে ইমরানকে হাজিরা দেওয়ার নির্দেশ আসার একদিন পর বৃহস্পতিবার ১ সেপ্টেম্বর, এই জামিন বাড়ানোর পক্ষে রায় দিয়েছে আদালত।

পর্যবেক্ষকদের মতে, এ মামলাগুলো পাকিস্তানে গত কয়েক মাস ধরে চলমান রাজনৈতিক অস্থিরতাকে আরও উসকে দিয়েছে। বিশেষ করে গত এপ্রিলে ইমরান খানকে যখন অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত করার পর অবস্থার অবনতি হতে শুরু করে। পাকিস্তানের রাজনীতিতে বিরোধী নেতাদের ওপর দমনপীড়ন চালানো সাধারণ বিষয়। বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ যখন বিরোধী নেতা ছিলেন তার বিরুদ্ধেও এমন বহু মামলা হয়েছে, যেগুলো বিচারাধীন।

ইমরান খানের আইনজীবী বাবর আওয়ান বলেন, জামিনের মেয়াদ ১২ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। আরও কয়েকটি মামলা নতুন করে যুক্ত করা হয়েছে।

ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের কেন্দ্রীয় এক নেতা আসাদ উমর অভিযোগ করেন শরিফের জোট একের পর এক মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে।

Related Articles

Back to top button
Close