বড়সড় ধাক্কা, ২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদের ১০ বছরের সাজা ঘোষণা পাক আদালতের

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: পাক আদালতে বড়সড় ধাক্কা খেল ২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদকে। তাঁর ১০ বছরের জেলের সাজা দিল পাকিস্তানের আদালত। জানা গিয়েছে, দু’টি ভিন্ন নাশকতামূলক চক্রান্তের মামলায় এই শাস্তি দেওয়া হল তাকে। তবে এই প্রথম নয়। এর আগে গত ফেব্রুয়ারিতেই জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তইবার শাখা সংগঠন জামাত-উদ-দাওয়ার প্রধান হাফিজ ও তার সঙ্গীদের ১১ বছরের সাজা হয়েছিল অন্য মামলায়।
সূত্র মারফত জানা যাচ্ছে, বৃহস্পতিবার কেবল হাফিজ নয়, মোট চার জঙ্গি নেতার সাজা ঘোষণা হয়েছে। হাফিজ সইদ ও তার দুই সঙ্গী জাফর ইকবাল ও ইয়াহিয়া মুজাহিদের ১০ বছর ৬ মাসের সাজা হয়েছে। হাফিজের শ্যালক আবদুল রহমান মক্কিকে ছ’মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বই হামলার ব্লু প্রিন্ট তৈরি হয়েছিল হাফিজেরই নেতৃত্বে। ঘৃণ্য সেই জঙ্গি হামলার শিকার হতে হয়েছিল ১৬৬ জন নিরীহ মানুষকে। রাষ্ট্রসংঘ ও আমেরিকা, উভয়েই তাকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’ তকমা দিয়েছে। তার মাথার মূল্য নির্ধারিত হয়েছিল ১০ মিলিয়ন ডলার। পরে গত বছরের জুনে গ্রেপ্তার করা হয়েছিল হাফিজকে।