
ধীমান মণ্ডল: সেদিন তোমায় দেখেছিলাম পলাশ বনে,
লাল পাড় শাড়ি পরে আঁচল টাকে গুজলে কোমরে।
কি যেনো লিখছিলে তুমি-
হটাৎ এক দমকা হওয়ায় সব কাগজ গুলো গেলো উড়ে,
আসলো আমার পানে ধেয়ে।
আমি কাগজ কুড়িয়ে উঠতেই দেখি সামনে তুমি-
অবুঝ কাজলা চোখে আমার মুখ পানে চেয়ে।
অবগুন্ঠন ছিল না যে কিছুই-
শাড়ির আঁচল উড়ছে আকাশ পানে ধেয়ে।
সেদিন দেখলাম ও মায়া চোখ
মনে উঠলো জেগে শীতল পরশ।
দেখলাম শিউলি ফুলের জল তোমার চোখে
অবুঝ আমি রইলাম দাঁড়িয়ে।
হাত দুটো বাড়িয়ে চাইলে তুমি কাগজ
আমি দিলাম পলাশ রঙের আগুন
সেই আগুনে কাটলে তুমি নক্সা।
আমার দিকে হাত টা বাড়িয়ে বললে তুমি , লিখবে তুমি কিছু?
আমি ছুট্টে গিয়ে রাধা চূড়ার রং এনে লিখে দিলাম “বন পলাশী”, “বন পলাশীর ভালোবাসা।
কবি-( অ্যাসিস্ট্যান্ট সাব -ইনসপেক্টর এক্সাইড ডির্পাটমেন্ট)