fbpx
আন্তর্জাতিকহেডলাইন

মৃত্যু পথযাত্রী মা, জানালায় বসে অপেক্ষায় ছেলে, ‘ভাইরাল’ বারুদের গন্ধমাখা প্যালেস্টাইনে

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বসন্তের নতুন ফুল ফোটার সময়ও প্যালেস্টাইনের বাতাসে ভাসে পোড়া বারুদের গন্ধ। যুদ্ধ-বিগ্রহে জর্জরিত নদীর তীরে এই দেশ আজ করোনা-ক্লান্ত। বারুদের গন্ধ এর মতই অতিমারী গ্রাস করেছে ওয়েস্ট ব্যাঙ্কের তীরের ছোট্ট দেশটিকে। এমনক ই পরিস্থিতিতে একটি ঘটনা ভারাক্রান্ত করে তুলল সে দেশের বারুদ মাখা বাতাস।‌

ওই ব্যাক্তির নাম জিহাদ আল সুয়াইতি। বয়স ৩০। তাঁর মা করোনা আক্রান্ত হয়ে এই হাসপাতালেই ভর্তি রয়েছেন। সরকারি হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি মা–কে দেখতে যাওয়ার অনুমতি স্বাভাবিকভাবেই পায়নি ছেলে। তাই সে অপেক্ষা করেছে জানলার পাশে বসে। শেষ সময়ে মায়ের কাছ থেকে সরে যেতে চায়নি। জানলা দিয়েই সে দেখেছে, মা মৃত্যুর কোলে ঢলে পড়ছে। যতদিন মা হাসপাতালে ভর্তি ছিলেন, ততদিন রোজ রাতে ওই জানলার ধারে বসে থাকতেন এই যুবক। মহম্মদ সাফা নামে একজন এই ছবিটি শেয়ার করে লিখেছেন এই বিষয়টি।

করোনা আক্রান্ত মায়ের আগে থেকেই ছিল লিউকোমিয়া। পাঁচদিন তাঁকে ভর্তি থাকতে হয়েছিল হাসপাতালে। সেই যুবক সন্তান পরে জানিয়েছেন, আমার অসহায় লাগতো। তাই হাসপাতালের জানলার ধারে বসে থাকতাম। মাকে দেখতে।

এই দৃশ্যটি ভাইরাল হতে করোনা-ক্লান্ত বিশ্বের মানসিক অবস্থাকে আরও বিষণ্ন করে তুলেছে।

Related Articles

Back to top button
Close