ভাতারের ওড়গ্রামে ইকো পার্কের উদ্বোধন করলেন পঞ্চায়েত মন্ত্রী
দিব্যেন্দু রায়, ভাতার: মঙ্গলবার ভাতারের ওড়গ্রামে ইকো পার্কের উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। ওরগ্রাম সমন্বয়ী প্রকল্পে ৪০ একর জায়গার উপর নির্মান করা হয়েছে এই ইকো পার্কটি। এদিন পার্কের আনুষ্ঠানিক উদ্বোধনের পর ইকোপার্ক সংলগ্ন জলাশয়ে মাছের চারা ছাড়েন সুব্রতবাবু। অনুষ্ঠানে পঞ্চায়েত মন্ত্রী ছাড়াও ছিলেন পূর্ব বর্ধমান জেলা শাসক বিজয় ভারতী, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, বিধায়ক সুভাষ মণ্ডল ও সহসভাধিপতি দেবু টুডুসহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও জেলা প্রশাসনের আধিকারিকরা।
এদিন ওরগ্রাম সমন্বয়ীতে তাঁদের সকলের সঙ্গে দীর্ঘক্ষন বৈঠকে করেন পঞ্চায়েত মন্ত্রী। ওড়গ্রামের ভেঙে পড়া শিল্প কারখানাগুলিকে নতুন করে গঠন করতে তার রূপ রেখা তৈরির জন্য মন্ত্রী জেলা প্রশাসনকে নির্দেশ দেন বলে খবর।
ইকো পার্কের উদ্বোধনে এসে পুরোহিত ভাতা নিয়ে বিরোধীদের সমালোচনার জবাব দেন সুব্রতবাবু ।
তিনি বলেন, “রাজ্য সরকারের ঘোষিত পুরোহিত ভাতা নিয়ে কোনও রাজনীতি করা হচ্ছে না। পুরোহিতদের এই দাবি দীর্ঘদিনের। তাই তাঁদের দাবি মেনে এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে ৷”