fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

পন্ডিত দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত স্বশক্তিকরন পুরস্কারে মনোনীত হয়ে দেশের সেরা ব্লকের তালিকায় অন্ডাল

জয়দেব লাহা, দুর্গাপুর:সেরার শিরোপার তালিকায় অন্ডাল ব্লক। কেন্দ্রের পঞ্চায়েত রাজ মন্ত্রালয়ের সেরা ব্লক মনোনীত হল পশ্চিম বর্ধমানের অন্ডাল। পন্ডিত দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত স্বশক্তিকরন পুরস্কারে মনোনীত হয়েছে। খুশীর হওয়া জেলাজুড়ে।

উল্লেখ্য, গত কয়েকবছর ধরে ১০০ দিনের কাজ সহ নানান উন্নয়নমুলক কাজে নজর কেড়েছে পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল ব্লক। ১০০ দিনের কাজে উদ্যান পালন রয়েছে ব্লকের কাজোড়া পঞ্চায়েতে। এছাড়াও তসর চাষ, স্পাইশ গার্ডেন, পোল্ট্রী ফার্ম চলছে। সম্প্রতি মাটি সৃষ্টি প্রকল্প চালু হয়। যেখানে কৃষিভিত্তিক কর্মসংস্থান তৈরী হবে। পেনশন, অডিট থেকে শুরু করে স্বচ্ছতা সমস্ত কাজের মাপকাঠিতে শীর্ষস্থানে রয়েছে। বুধবারই কেন্দ্রীয় পঞ্চায়েত রাজ মন্ত্রালয়ের থেকে তালিকা প্রকাশিত হয়। তাতে পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল ব্লক সেরা স্থানে উঠে এসেছে।

আরও পড়ুন: মাস্ক পড়ে, সামাজিক দূরত্ব বজায় রেখে বিয়ের অনুষ্ঠান রায়গঞ্জে

জানা গেছে, পন্ডিত দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত স্বশক্তিকরন পুরস্কারে মনোনীত হয়েছে। স্বাভাবিকভাবেই খুশীর হওয়া গোটা জেলা জুড়ে। অন্ডাল বিডিও ঋত্বিক হাজরা জানান,” খুশীর খবর। এবং গর্বের বিষয়। সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল।”

Related Articles

Back to top button
Close