এবার করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত পানিহাটি পুরসভার প্রশাসক স্বপন ঘোষ
শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: এবার করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন পানিহাটি পুরসভার প্রশাসক স্বপন ঘোষ। কয়েকদিন ধরে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বৃহস্পতিবার ভোর ৩টে ৫৫ মিনিটে প্রয়াত হন তিনি। করোনা আক্রান্ত হওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে কিডনির সমস্যাও ছিল তাঁর বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, করোনার সংক্রমণে একের পর এক রাজনৈতিক নেতার মৃত্যু হচ্ছে রাজ্যে। সিপিএম নেতা শ্যামল চক্রবর্তীর মৃত্যুর পর মারা গেলেন পানিহাটি পুরসভার প্রশাসক স্বপন ঘোষ। ২০১৯ সালে পানিহাটি পুরসভার মেয়াদ শেষ হওয়ার পর থেকে তিনি প্রশাসক পদে নিযুক্ত ছিলেন। তৃণমূল কংগ্রেস নেতা নির্মল ঘোষের ভাই ছিলেন স্বপন ঘোষ।
আরও পড়ুন: একেই বলে ভাগ্য…খাদান খুঁড়তে গিয়ে ৩৫ লক্ষের হিরে পেলেন এক শ্রমিক
করোনা ভাইরাসের সংক্রমণে একের পর এক রাজনৈতিক নেতার মৃত্যু নিয়ে উদ্বেগ বাড়িয়েছে রাজ্যের। একের পর এক শাসক দলের নেতাও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দমকল মন্ত্রী থেকে শুরু করে বামফ্রন্টের তিন নেতা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত কয়েকদিনে রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েছে। ৮০ হাজার ছাড়িয়েছে রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে তেমন মৃত্যু। মৃত্যুর হার নেহাতই কম নয় তাই প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় করোনা ভাইরাস রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছেন।