পার্ক স্ট্রিট গুলি কাণ্ডে হামলাকারী অক্ষয় মিশ্রের ঠাঁই এখন সেন্ট্রাল লক আপে

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: পার্ক স্ট্রিটে গুলি কাণ্ডে হামলাকারী অক্ষয় মিশ্রর ঠাঁই হয়েছে সেন্ট্রাল লক আপে। রবিবার অভিযুক্তকে নিউ মার্কেট থানা থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে। সেখানে তাঁর স্বাস্থ্য পরীক্ষার পর নিয়ে যাওয়া হয় সেন্ট্রাল লকআপে। শনিবার সন্ধ্যায় তারই চালানো গুলিতে প্রাণ গিয়েছে, এএসআই রঞ্জিত সড়ঙ্গীর।
এদিকে এই ঘটনায় তার কোনও অনুশোচনা নেই বলে জানিয়ে দিয়েছেন হামলাকারী অক্ষয় মিশ্র।
ঘটনার দিন অভিযুক্তের রাইফেল ব্যারাকেই ছিল। সহ কর্মীর A K 47 রাইফেল ছিনিয়ে নিয়ে গুলি চালান অক্ষয়। যে গুলির দাগ ইতিমধ্যেই ফরেন্সিক দল উদ্ধার করেছে। ১৫ রাউন্ড গুলির মধ্যে মেলে ১৪টি গুলির চিহ্ন। যাদের মধ্যে ১৩টি ঘটনাস্থলে এবং ১টি গাড়িতে। তবে বিস্ফোরক তথ্য হল অভিযুক্তের টার্গেটে ছিলেন এএসআই রঞ্জিত ষড়ঙ্গী। বরং তাঁর লক্ষে ছিলেন ইনস্পেক্টর সমাদ্দার, সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। ভারতীয় মিউজিয়ামের বিশেষ সূত্র থেকে জানা যাচ্ছে, শনিবারের ঘটনাটি যখন সামনে আসে তখন জানা যায় অক্ষয় মিশ্র এলোপাথাড়ি গুলি ছুড়েছিলেন। আর সেই গুলি গিয়ে লেগেছে ইনস্পেক্টর সমাদ্দারের। পরবর্তীতে যদিও জানতে পারা যায়, তিনি প্রাণে বেঁচে গিয়েছেন। গুলি লেগেছে এএসআই-এর।
জানা যায়, গুলি চলতেই সমাদ্দার দৌড়ে পালিয়ে যান। এরপর জাদুঘরের ভিতরে গিয়ে আশ্রয় নেন তিনি। এরপরই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। অভিযুক্ত অক্ষয় মিশ্রের রাগ ছিল ইনস্পেক্টর সমাদ্দারের উপরই। কারণ ছুটি পাওয়া নিয়ে যে গণ্ডগোল হচ্ছিল তাও অক্ষয়ের সঙ্গে ইনস্পেক্টরের চলছিল। ফলত, তাঁকেই টার্গেট করে গুলি করার চেষ্টা করেন অভিযুক্ত জওয়ান। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হন। ইনস্পেক্টর সমাদ্দার পালিয়ে যেতেই এলোপাথাড়ি গুড়ি চালাতে থাকেন অক্ষয়।