
যুগশঙ্খ, ওয়েবডেস্ক: স্থূলতার জন্য একাধিক শারীরিক সমস্যায় জর্জরিত পার্থ চট্টোপাধ্যায়। কোমর ও পায়ের ব্যথায় ভুগছেন তিনি। জেল কর্তৃপক্ষ চাইছেন একবার পার্থ চট্টোপাধ্যায়কে জেলে এসে চিকিৎসকরা দেখে যান। এমনটাই আবেদন জানানো হয়েছেন সিএমওএইচের কাছে। স্থূলতার কারণে রবিবার সকালে প্রথম স্নান করেন পার্থ।তাঁর সেলের বাইরেই জলভরা একটি ড্রাম রাখা হয়। মগে করে জল নিয়ে নিজেই মাথায় ঢেলে স্নান। স্থূলতার জন্য চিকিৎসকের কাছে তিনি আবেদন করেছিলেন একটি খাটের। সেই মতো একটি খাটের ব্যবস্থা করা হয়েছে।
কারণ শারীরিক সমস্যার জন্য মাটিতে বসতে পারেন না তিনি। একবার কষ্ট করে বসে পড়লে উঠতেও পারেন না। তাঁর শারীরিক পরিস্থিতির কথা বিবেচনা করে শেষমেশ চিকিৎসক তাঁর জন্য খাটের সুপারিশ করেন। জেল কোডের সমস্ত দিক বিবেচনা করে মানবিক কারণে পার্থবাবুকে তাঁর আবেদনমতো খাটটি দেওয়াও হয়। তাতে তাঁর বসার বেশ সুবিধা হয়েছে। সেই খাটেই প্রতিদিন দিনভর তাঁকে ঘুমোতে দেখা গিয়েছে। জেল ক্যান্টিন থেকে বেগুনি, আলুর চপ আনিয়ে খেয়েছেন ৷ তবে সহবন্দিদের সঙ্গে তাঁকে কথা বলতে এখনও দেখা যায়নি ৷