
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিজেপিকে হুশিয়ারি দিলেন। তৃণমূলের মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপধ্যায়। তাঁর আভিযোগ বিজেপি নোংরা কৌশল অবলম্বন করে রাজনীতি করছে। সোমবার এবিষয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেন পার্থ। পার্থবাবু টুইটে লেখেন, ‘বিজেপি এটাই পারে। দিলীপ ঘোষ কেন এমন ফেক নিউজ ছড়ান, বলতে পারেন? ভারতের জ্বলন্ত সব বিষয় থেকে এ জন্য নরেন্দ্র মোদি আপনাদের দূরে রাখতে চান। সতর্ক থাকবেন। লক্ষ্য রাখবেন এই সব নোংরা কৌশলের ওপর।’
আরও পড়ুন: হেমতাবাদের মতো বিজেপি নেতা মণীশ শুক্লা খুনের তদন্তভারও সিআইডি-র হাতে দিল রাজ্য
Because this is what @BJP4India is capable of! Can any of you guess why @DilipGhoshBJP circulated fake news? @narendramodi ji wants to distract you all from the burning issues of India. Stay alert. Watch out for such dirty tactics! #BiggestPandemicBJP https://t.co/guX3uVwu2G
— Partha Chatterjee (@itspcofficial) October 5, 2020
গত শনিবার বিজেপি আইটি সেল দক্ষিণ ২৪ পরগণার বজবজে তৃণমূল – বিজেপি দু’দলের সংঘর্ষের পর বিজেপি’র মিডিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি ভিডিও পেস্ট করে। তারপরই সাংবাদিকদের তরফে কিছুক্ষণের মধ্যে এ ব্যাপারে অ্যাডমিনের দৃষ্টি আকর্ষণ করে দাবি করা হয় ভিডিওটি ভুল। আর তাতেই এবার বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন পার্থ। অভিযোগ, মুর্শিদাবাদের একটি গন্ডগোলের দৃশ্য মিশিয়ে ওই ভিডিও সম্প্রচারিত হয়েছে। সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষ ভুল স্বীকার করে সেটি তুলে নেয় । এর প্রেক্ষিতেই এদিন পার্থবাবু এই টুইট করেছেন ।