প্রকৃতির জন্মদিনে বৃক্ষরোপণ পাঁশকুড়ার দম্পতি

বাবলু ব্যানার্জি কোলাঘাট: নিজের শিশুকন্যার জন্মদিন পালন না করে এদিন বৃক্ষ রোপনের মাধ্যমে দিনটিকে উদযাপিত করলেন পাঁশকুড়ার মান্না দম্পতি।
এমনই এক উদ্যোগ দেখা গেল পূর্ব মেদিনীপুর জেলায় পাঁশকুড়া এলাকায়। পাশকুরার মহাদেব ও মুনমুন মান্নার কন্যা প্রকৃতির জন্মদিনে ৫০০ টি চারা গাছ রোপনের সিদ্ধান্ত নেন তাঁরা। প্রকৃতিতে নেমে এসেছে অভিশাপ। আমাদেরকে তা জয় করতেই হবে। এই ছিল অনুষ্ঠানের বার্তা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁশকুড়া পৌরসভার কাউন্সিলর শেখ সমীর উদ্দিন, শিক্ষারত্ন মানস দাস, বিবি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাধন চন্দ্র ঘোষ, পাঁশকুড়া বিধানসভার সিপিআইএর প্রাক্তন বিধায়ক চিত্ত রঞ্জন দাস ঠাকুর ও পাঁশকুড়া থানার আধিকারিক।
লকডাউন থেকে এখন আনলোক চলছে, মেয়ের সামাজিক অনুষ্ঠান না করে বৃক্ষরোপণ অনুষ্ঠান করায় সাধুবাদ জানান এলাকার প্রকৃতিপ্রেমী মানুষজন।