
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কোন নিয়মকানুনের তোয়াক্কা না করেই ভাড়া বাড়িয়েছিলেন ট্যাক্সি মালিকেরা। গত ১ আগস্ট থেকেই ট্যাক্সিতে উঠলেই ৫০ টাকা ভাড়া দিতে হবে যাত্রীদের , এমনটাই ঘোষণা করেছিলেন তাঁরা। কিন্তু গত ৭ দিনে যাত্রী না হওয়ায় সুর নরম করলেন তাঁরা। শুক্রবারই বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন বা বিটিএর পক্ষ থেকে জানানো হয়েছে, আগের মতোই যাত্রীরা প্রথম দু কিলোমিটার যাত্রীরা ৩০ টাকা বাড়াতেই যেতে পারবেন।
আরও পড়ুন: ফের করোনায় আক্রান্ত শাসক দলের বিধায়ক
বিটিএ সভাপতি বিমল গুহ জানিয়েছেন, ‘ সাধারণ মানুষের কথা ভেবে ভাড়া কমানোর হলো। তবে যেভাবে জ্বালানির দাম বাড়ছে তাতে আমরা সবাই সমস্যায়।’ পরিবহণ দফতরের তরফ থেকে জানানো হয়েছে, সরকারি নির্দেশিকা ছাড়া এভাবে ভাড়া বাড়ানো বেআইনি। অতিরিক্ত ভাড়া নিয়ে এভাবে ট্যাক্সি চালালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।