fbpx
আন্তর্জাতিকখেলাফুটবলহেডলাইন

‘আকাশের উপরে আমরা দু’জন অবশ্যই একদিন ফুটবলে শট নেব’, ‘বন্ধু’কে হারিয়ে শোকপ্রকাশ পেলের

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: সকল ফুটবল প্রেমীকে চমকে দিয়ে বুধবার প্রয়াত হয়েছেন দিয়েগো মারাদোনা। ৬০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন ফুটবল রাজপুত্র মারাদোনা। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ ফুটবলবিশ্ব।

তাঁর মৃত্যুর পর একের পর এক শোকবার্তা দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কিংবদন্তী ফুটবলারকে শ্রদ্ধা জানাচ্ছে গোটা বিশ্বই। এবার বিশ্বকাপজয়ী মারাদোনার প্রয়াণে শোকবার্তা আরও এক বিশ্বকাপজয়ী পেলের।

স্বাভাবিকভাবেই মারাদোনার মৃত্যুতে ভেঙে পড়েন পেলে। ব্রাজিলিয়ান কিংবদন্তি আর্জেন্তাইন লেজেন্ডের মৃত্যু নিয়ে প্রতিক্রিয়ায় জানালেন যে, তিনি ইহকালের বন্ধুকে হারালেন।

যদিও পেলে ইচ্ছা প্রকাশ করেন যে, পরকালে নিশ্চই দুই বন্ধু পুনরায় একসঙ্গে ফুটবলে শট নিতে পারবেন। পেলে জানিয়েছেন, ‘আকাশের উপরে আমরা দু’জন অবশ্যই একদিন ফুটবলে শট নেব।’

মারাদোনা ও পেলের মধ্যে কে শ্রেষ্ঠ- এই তর্ক ফুটবল দুনিয়ায় চিরকালের। প্রসঙ্গত, পেলের ৮০ বছরের জন্মদিনে মারাদোনার বার্তা ছিল, ‘সর্বজনীন শ্রদ্ধা রাজাকে।’ আর মারাদোনা যখন ৬০-এ পা রাখলেন, জন্মদিনের শুভেচ্ছা বার্তায় পেলে লিখলেন, ‘আমার দারুণ বন্ধু। তোমার যাত্রা দীর্ঘ হোক। আমি পাশে থাকব। তোমার মুখের অম্লান হাসি দেখে যেন আমিও হাসতে পারি।’

Related Articles

Back to top button
Close