fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

সাপ্তাহিক লকডাউনে আবারও একদিন ঘরবন্দি সমগ্র উত্তর ২৪ পরগনার মানুষ, চলছে পুলিশের নজরদারি

শ‍্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: গোটা উত্তর ২৪ পরগনা জুড়ে চলছে পুলিশের নাকা চেকিং। বসিরহাট মহাকুমা বিভিন্ন প্রান্তে পুলিশের নজরদারি অব্যাহত। বিনা কারণ রাস্তায় বেরিয়ে পড়লে অথবা মুখে মাস্ক না পরলে তাদের দাঁড় করিয়ে উপযুক্ত কারণ জিঞ্জাসা করছে বসিরহাট জেলা পুলিশ। বসিরহাট শহরের প্রাণকেন্দ্র বসিরহাট ইছামতী সেতু, বোটঘাট, রেজিষ্ট্রি অফিস মোড়, বসিরহাট থানার মোড়, ময়লাখোলা, চৌমাথায় চলছে পুলিশি টহলদারি।

অন্যদিকে বনগাঁ মহাকুমা জুড়ে চলছে পুলিশের তৎপরতা তার পাশাপাশি বারাসাত ও ব্যারাকপুর মহাকুমা একই রকম চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায়। উপযুক্ত কারণ না দেখাতে পারলে লকডাউন অমান্যকারীদের উপযুক্ত শাস্তির ব‍্যবস্থা করা হচ্ছে। শহরের বড় বড় বাজার যেমন বন্ধ রয়েছে। তার সঙ্গে বন্ধ রয়েছে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। চলছে মুষলধারে বৃষ্টি সেই কারণে রাস্তায় গুটিকয়েক মানুষের দেখা মিললেও সাপ্তাহিক লকডাউন মানাতে তৎপর বসিরহাট জেলা পুলিশ প্রশাসন।

আরও পড়ুন:পাঁচ হাজার দলিতকে পুরোহিতের মর্যাদা, ঐতিহাসিক পদক্ষেপ ভিএইচপির

অপরদিকে বসিরহাট মহকুমার গ্রামের অংশেও যেমন হাড়োয়া, সন্দেশখালি, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, বাদুড়িয়াতেও লকডাউনের প্রভাব পড়েছে চোখে পড়ার মতো। এই কোভিড অতিমহামারীতে রাজ‍্য সরকারের ডাকা লকডাউনে কিছু মানুষ বাদে, বেশিরভাগ মানুষের মধ্যে সচেতনতা দেখা দিয়েছে। অকারণে মানুষের রাস্তায় দেখা মিলছে না। সব মিলিয়ে এই লকডাউন সম্পূর্ণরূপে পালিত হচ্ছে এমনটাই দেখা গেল গোটা উত্তর ২৪ পরগনা জুড়ে।

 

 

 

Related Articles

Back to top button
Close