নন্দীগ্রামে বিজেপির মিছিলে ঢল মানুষের

রাজকুমার আচার্য, নন্দীগ্রাম: নন্দীগ্রামের বিভিন্ন প্রান্তজুড়ে প্রতিদিন বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় বিজেপি কর্মীরা। দেওয়া লিখন, মিছিল মিটিংয়ে সক্রিয় তারা। শনিবার সন্ধ্যায় ২ নম্বর ব্লকের তেরপেখ্যা বাজার এলাকা পরিক্রমা করল একটি বড় মিছিল।
সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া বয়াল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পবিত্র কর বলেন, “গত ২০ নভেম্বর আমি এবং উপ প্রধান বিজেপিতে যোগ দেওয়ার কারণে ২১ তারিখ তৃণমূলের ৫০-৬০জন আমাদের বিরুদ্ধে মিছিলি করে। তারই পাল্টা মিছিল হল আজ। আজকের মিছিলে কয়েক হাজার মানুষ যোগ দিয়ে ছিলেন। আগামী ৪ ডিসেম্বর নন্দীগ্রাম জুড়ে ‘আর নয় অন্যায়’ শিরোনামে একটি মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে।”
নন্দীগ্রাম ২ উত্তর মণ্ডলের বিজেপির সভাপতি কৌশিক গিরি বলেন, ‘কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের সমর্থনে এবং তৃণমূলের লাগাম ছাড়া দুর্নীতির বিরুদ্ধে আমাদের এই মিছিল। তৃণমূলের দুর্নীতির কারণে বহু মানুষ বিজেপির হাত শক্ত করতে মাঠে নেমেছেন। একুশের ভোটে নন্দীগ্রাম থেকে বিজেপির বিধায়ক নবান্নে যাবেন সে বিষয়ে আমরা নিশ্চিত।’
নন্দীগ্রামের তৃণমূলের বিধায়ক শুভেন্দু অধিকারী সরকারি বিভিন্ন পদ এবং মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করায় নন্দীগ্রামের বিজেপি কর্মীরা খুশি। বিভিন্ন কর্মসূচিতে বিজেপি কর্মীদের মধ্যে আরও বেশি উৎসাহ দেখা যাচ্ছে।