নিজস্ব প্রতিনিধি: ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের ( বিজেএমটিইউ) চাপে রক্তদান শিবির করার অনুমতি দিল প্রশাসন। শুক্রবার এমনটাই দাবি করলেন বিজে এমটিইউ- এর রাজ্য সভাপতি বাবান ঘোষ। তিনি বলেন, ‘ বিজেএমটিইউয়ের বিষ্ণুপুর ও আরামবাগ জেলার তরফ থেকে নবান্নসহ সরকারের বিভিন্ন দফতরে রক্তদান শিবির ও আরও বেশ কিছু দাবি জানানো হয়। আমাদের দাবি পেশের ১২ ঘণ্টার মধ্যেই রক্তদান শিবিরের সার্কুলার জারি করেছে প্রশাসন। এই গ্রীষ্মে রক্তের অভাব তৈরি হয় প্রতিবছর।করোনার মোকাবিলায় এই লকডাউনের সময় রক্তদান শিবির আয়োজন খুব জরুরী।’
আরও পড়ুন: চাকরিজীবী থেকে ছাত্র-ছাত্রী সবার চর্চায় বাসের ভাড়া
বাবান বলেন, ‘ রাজ্যের জেলগুলোতে সামাজিক দূরত্ব বজায় রেখে কয়েদি রাখা হচ্ছে না। জেলের কয়েদিদের অনেকে করোনাতেও আক্রান্ত হচ্ছেন। এই পরিস্থিতিতে দেশের বন্দীদের প্যারোলে ছেড়ে দেওয়ার আবেদন করেছি আইন মন্ত্রীর কাছে।’ তিনি আরও বলেন, ‘ ভিনরাজ্য থেকে যেসব পরিযায়ী শ্রমিকরা ফিরে আসছেন তাঁদের এককালীন ভাতা দেওয়ার দাবি জানিয়েছি মুখ্যমন্ত্রীর কাছে।’