রাজ্যের দাবি মেনে ৭ সেপ্টেম্বর থেকে মেট্রো চলার অনুমতি

নিজস্ব প্রতিনিধি কলকাতা: ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আনলক ফোর। আর ৭ সেপ্টেম্বর থেকে রাজ্যের অনুরোধ মেনে মেট্রো চলার অনুমতি দেওয়া হলো। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে শনিবার এই নির্দেশিকা জারি হয়েছে। নির্দেশিকায় জানানো হয়েছে রেল ও আরবান হাউসিং মন্ত্রকের অধীনে থাকা মেট্রো রেল আগামী ৭ সেপ্টেম্বর থেকে চলবে। তবে মেট্রো চলাচলের এসওপি বা নিয়ম পদ্ধতি পরে জানানো হবে।
উল্লেখ্য রেল বোর্ড পশ্চিমবঙ্গে মেট্রো বা লোকাল ট্রেন চালালে রাজ্যের কোনও আপত্তি নেই, তা কিছুদিন আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার এই নিয়ে সরকারি তরফে রেল বোর্ডের কাছে চিঠি পাঠাল রাজ্যের স্বরাষ্ট্র দফতর। তবে চিঠিতে রাজ্যের সম্মতির সঙ্গে পরিষ্কার উল্লেখ করে দেওয়া হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর নির্দেশিত ‘এসওপি’ বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মেনেই নিয়ন্ত্রিতভাবে রাজ্যে মেট্রো ও লোকাল ট্রেন পরিষেবা চালু করা হোক। শুক্রবারই রেলওয়ে বোর্ডকে এই চিঠি পাঠিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সেখানে যাত্রীদের মধ্যে যাতে সামাজিক দূরত্ব বজায় রাখা যায়, সেদিকেও বিশেষ নজর দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, ইতিমধ্যেই লোকাল ট্রেনের প্ল্যাটফর্মে ইতিমধ্যেই হকার বসায় নিষেধাজ্ঞা এবং মেট্রোতে কামরা প্রতি যাত্রী সংখ্যা ৫০-এ বেঁধে দেওয়া হয়েছে। সূত্রের খবর, মেট্রোয় কারা চড়বেন, কতজন যাত্রীকে মেট্রোয় উঠতে দেওয়া হবে, কতক্ষণ পর পর মেট্রো চলবে এই সমস্ত নির্দেশিকা আগামী ৭ তারিখের আগে জানিয়ে দেওয়া হবে। শুরুতে মেট্রোয় শুধুমাত্র জরুরী পরিষেবার সঙ্গে জড়িত কর্মীদের মেট্রোয় ওঠার অনুমতি দেওয়া হতে পারে বলে খবর। কলকাতা মেট্রোর বক্তব্য, এসওপি পাওয়ার পরেই মেট্রো চলাচলের নিয়ম-কানুন জানানো সম্ভব। এদিন শুধুমাত্র আগামী ৭ তারিখ থেকে মেট্রো চলার সবুজ সংকেত দেওয়া হয়েছে।
আরও পড়ুন: পরীক্ষা বানচাল করার জন্য লকডাউনের রাজনীতি মমতার, তোপ রাহুল সিনহার
প্রসঙ্গত রেলবোর্ডকে লেখা চিঠিতে রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘রাজ্য সরকারের তরফে আপনাদের জানানো হচ্ছে, বাংলায় লোকাল ট্রেন এবং মেট্রো পরিষেবা নিয়ন্ত্রিতভাবে চালানো যেতে পারে নির্দিষ্ট সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্য বিধি মেনে।’ এছাড়া রাজ্যের সুস্থতার হার বেড়ে যাওয়ায় ১ সেপ্টেম্বর থেকে সপ্তাহে তিন দিন এই ৬ শহর (দিল্লি, মুম্বই, পুনে, নাগপুর, চেন্নাই এবং অহমদাবাদ) থেকে বিমান যাওয়া-আসা বিষয়েও সম্মতি দিয়ে দেন মুখ্যমন্ত্রী।