গুরুত্বপূর্ণদেশহেডলাইন
ক্রমশই উর্দ্ধগামী জ্বালানির দাম, রবিবারও দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: দামে কিছুতেই স্বস্তি দিচ্ছে না পেট্রোল আর ডিজেল। সপ্তাহের শেষের দিনেও দাম বৃদ্ধি হল পেট্রোল আর ডিজেলের। বিগত কয়েকদিন দেশজুড়ে ক্রমশই বেড়ে চলেছে পেট্রোল আর ডিজেলের দাম৷ রবিবার দেশের বিভিন্ন প্রান্তে পেট্রোল ও ডিজেলের দাম দেখে নেব একনজরে।
দিল্লিতে পেট্রোলের দাম ৮২.৩৪ টাকা প্রতি লিটার।
ডিজেল ৭২.৪২ টাকা প্রতি লিটার
কলকাতায় পেট্রোলের দাম ৮৩.৮৭ টাকা প্রতি লিটার
ডিজেলের দাম ৭৫.৯৯ টাকা প্রতি লিটার
মুম্বইতে পেট্রোলের দাম ৮৯.০২ টাকা প্রতি লিটার
ডিজেলের দাম ৭৮.৭৯ টাকা প্রতি লিটার
চেন্নাইতে পেট্রোলের দাম ৮৫.৩১ টাকা প্রতি লিটার
ডিজেলের দাম ৭৭.৮৪ টাকা প্রতি লিটার
লকডাউনের পরেও দাম কমেনি জ্বালানির। টানা দেড় মাস ধরে ক্রমশ দাম বেড়েই চলেছে পেট্রোল আর ডিজেলের।