পেরিয়ে গেছে একমাস, অপরিবর্তিত জ্বালানির দাম
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: গত ২৯ জুনের পর থেকে আর বাড়েনি পেট্রোল, ডিসেলের দাম। সাধারন মানুষকে স্বস্তি দিয়ে অপরিবর্তিত রয়েছে জ্বালানির দাম। বৃহস্পতিবার দেশের কয়েকটি জায়গায় পেট্রোল আর ডিসেলের দাম যথাক্রমে
দিল্লি- পেট্রোল ৮০.৪৩ টাকা
ডিজেল ৭৩.৫৬ টাকা
মুম্বই-পেট্রোল ৮৭.১৯ টাকা
ডিজেল ৮০.১১ টাকা
কলকাতা-পেট্রোল ৮২.০৫ টাকা
ডিজেল ৭৭.০৬ টাকা
চেন্নাই- পেট্রোল ৮৩.৬৩ টাকা
ডিজেল-৭৮.৮৬ টাকা
নয়ডা-পেট্রোল ৮১.১৪ টাকা
ডিজেল ৭৩.৮৭ টাকা
গুরুগ্রাম-পেট্রোল ৭৮.৬৯ টাকা
ডিজেল ৭৪.০৩ টাকা
লখনউ-পেট্রোল ৮১.০৪ টাকা
ডিজেল ৭৩.৭৭ টাকা
পটনা- পেট্রোল ৮৩.৩১ টাকা
ডিজেল ৭৮.৭২ টাকা
জয়পুর- পেট্রোল ৮৭.৬০ টাকা
ডিজেল ৮২.৬২ টাকা
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ও ডলারের তুলনায় টাকার দামের উপর নির্ভর করে পেট্রোল ও ডিজেলের দাম। বিভিন্ন রাজ্যে পেট্রোল ও ডিজেলের দামের উপর আলাদা আলাদা ভ্যাট নেওয়া হয়। এরফলে দেশের বিভিন্ন রাজ্যে পেট্রোল ও ডিজেলের দাম আলাদা হয়।