fbpx
অসমহেডলাইন

উচ্চ-মাধ্যমিক পরীক্ষায় অসমে সেরা পয়লাপুলের ফিলিপ

লক্ষীপুর: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে সেরা হল পয়লাপুল নেহেরু হাইয়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র ফিলিপ মার l বিজ্ঞান, কলা ও বাণিজ্য বিভাগে নিজের মাতৃ ভাষায় সর্বচ্চ বিরান্নবই শতাংশ পেয়ে রাজ্যে সেরা হয়েছে সে l তবে রাজ্যে সেরা হওয়ার বিষয়টি জানতে পাড়েনি ফিলিপ l  আজ ফলাফল ঘোষণার পর দুপুর নাগাদ স্কুলের অধ্যক্ষ হিমানিস পুরকায়স্থ ফোনে বিষয়টি জানিয়ে স্কুলে আসার কথা বললে,রাজ্যে সেরা হওয়ার বিষয়টি জানতে পেরে উত্ফুল্লীত হয়ে পরে ফিলিপ l

ফিলিপ জানিয়েছে, সকালে অনলাইনে রেজাল্ট চেয়েছিল l বিরান্নবই শতাংশ পাওয়ার বিষয়টি জেনেছে l কিন্তু রাজ্যে সেরা হওয়ার বিষয়টি ভাবতে পড়েনি l আগামী ইচ্ছা প্রসঙ্গে ফিলিপ জানায়,ডাক্তার হওয়ার ইচ্ছা রয়েছে তার l তবে এবার এন্ট্রান্সে বসার উদ্যোগ নেয়নি l আগামী বছর এন্ট্রান্সে বসার আবেদনপত্র জমা দেবে বলে জানিয়েছে ফিলিপ l

আরও পড়ুন: সোনাইয়ে পঞ্চায়েত সভাপতি ও সচিবের বিরুদ্ধে কোটি টাকা দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জনতার

ফিলিপ আরও জানিয়েছে, তার কোনো প্রাইভেট শিক্ষক ছিল না l নিজের প্রচেষ্টায়ই পড়াশুনা করে পরীক্ষায় বসেছিল l তবে,সাফল্যর পিছনে স্কুলের শিক্ষক ও বাবা মা-র সমান অবধান রয়েছে বলে জানিয়েছে এই কৃতি পড়ুয়া l স্কুলের অধ্যক্ষ জানান, দেখা থেকেই ফিলিপ নিয়ে বড় আসা করছিলেন l অবশেষে আসা পূরণ হয়েছে l আগামীতেও ফিলিপের চিকিত্সক হওয়ার আসা পূরণ হবে বলে দৃঢ়প্রত্যয় ব্যাক্ত করেন তিনি l

উল্লেখ্য, ফিলিপের মূল বাড়ি জিরিবাম জেলায় l ছয়-সাত বছর আগে পয়লাপুলস্থিত খৃষ্টান বস্তিতে এসেছে তারা l বাবা পেশায় কার্পেন্টার বলে জানিয়েছে ফিলিপ l

Related Articles

Back to top button
Close