fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

শিশুদের পুষ্টিকর খাবার বিলি করল ফিনিক্স

নিজস্ব প্রতিনিধি, ময়নাগুড়ি: লকডাউনের জেরে কর্মহীন ভাবে অসহায় হয়ে আছেন বহু মানুষ। অনেকের বাড়িতেই দুবেলা ভাত জোটে না ঠিক মতো। এই পরিস্থিতিতে ছোট ছোট শিশুদের পুষ্টিকর খাদ্যের সমস্যায় ভুগছিলেন। সেই সমস্ত শিশুদের কথা চিন্তা করে বৃহস্পতিবার ময়নাগুড়ি ব্লকের প্রত্যন্ত এলাকায় গিয়ে শিশুদের পুষ্টিকর খাবার তুলে দিল ফিনিক্স ফাউন্ডেশন।

আরও পড়ুন: ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত ময়নাগুড়ির যুবক

এদিন ময়নাগুড়ি ব্লকের দোমহনী, রামশাই, পানবাড়ি, আমগুড়ি সহ বেশ কিছু প্রত্যন্ত এলাকায় এই খাবার সামগ্রী বিলি করে। প্রায় ১৩০ জন শিশুর হাতে দুধ, ডিম, কলা তুলে দেয়। সংগঠনের সদস্য টুকাই সাহা বলেন, ” লকডাউনের এই সময় কোনো শিশু যেন অপুষ্টিতে না ভোগে সেই কারণেই আমরা আজ ফিনিক্স ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় ১৩০ টি শিশুর হাতে সামান্য পুষ্টিকর খাবার তুলে দিলাম।”

Related Articles

Back to top button
Close