fbpx
কলকাতাগুরুত্বপূর্ণহেডলাইন

প্রতীক্ষার অবসান, ফুলবাগান মেট্রো স্টেশনের উদ্বোধন রবিবার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বহু প্রতীক্ষিত ইস্ট ওয়েস্ট মেট্রোর ফুলবাগান মেট্রো স্টেশনের উদ্বোধন হবে রবিবার। তবে করোনা পরিস্থিতিতে কোনও অনুষ্ঠান হচ্ছে না।

আরও পড়ুন: হাথরসের ঘটনা নিয়ে রাজনীতি করতে যেতে চাইছে কংগ্রেস, কটাক্ষ স্মৃতি ইরানির

সংবাদ মাধ্যমকে ইউটিউবে লিঙ্ক দেওয়া হবে উদ্বোধনী অনুষ্ঠানের। আগামী সোমবার কেন্দ্রীয় রেলমন্ত্রী ফুলবাগান থেকে প্রথম ট্রেনটির যাত্রার সূচনা করবেন ভিডিও লিঙ্কের মাধ্যমে।

জানা গিয়েছে, এদিন বিকেল ৪টে নাগাদ স্টেশনটির উদ্বোধন হবে। সোমবার থেকে সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত চলবে মেট্রো। তবে যাত্রী চলাচলা শুরু হবে সোমবার থেকে। ই

এই ইস্ট-ওয়েস্ট মেট্রোর প্রথম ভূগর্ভস্থ স্টেশন ফুলবাগান। নতুন মেট্রো স্টেশনটি চালু হলে সেটি হবে কলকাতার ১৬তম ভূগর্ভস্থ মেট্রো স্টেশন। প্রসঙ্গত, দুর্গাপুজোর আগে রেলের এই পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ পুজোর সময় শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে ঘুরে ঠাকুর দেখার সুবিধা হবে কলকাতাবাসীর।

 

Related Articles

Back to top button
Close