পশ্চিমবঙ্গহেডলাইন
ক্ষতিপুরণে দ্বিচারিতার অভিযোগ,গ্যাস পাইপলাইনের কাজ বন্ধ করে দিল কৃষকরা

জয়দেব লাহা, দুর্গাপুর: জেলা এক। একই জমি। মৌজা আলাদা। অথচ পাইপলাইন বসানোর ক্ষতিপুরণে বৈষম্য। আর তাতেই কর্তৃপক্ষের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলে গ্যাস পাইপ লাইন বসানোর কাজই বন্ধ করে দিল চাষীরা। বুধবার ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়াল আউশগ্রামের গোবিন্দপুর গ্রামে। এদিন কয়েক’শ গ্রামবাসী পাইপ বসানোর কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করে।
প্রসঙ্গত, বছর দুয়েক আগে গ্যাস পাইপলাইন গ্রীডের কাজ শুরু হয়। সম্প্রতি কাঁকসা ও আউশগ্রাম ব্লক এলাকায় পাইপ বসানোর কাজ চলছে। কাজ করছে গেইল সংস্থা। এদিন আউশগ্রাম ব্লকের গোবিন্দপুর গ্রামের চাষীরা পাইপ বসানের কাজ বন্ধ করে দেয়। নিরঞ্জন মন্ডল, সাধন সাহা প্রমুখ চাষীরা জানান,”একই জমির লাগোয়া সোঁয়াই মৌজা। সেখানে শতক পিছু ৪২ হাজার টাকা ক্ষতিপুরণ দিয়েছে। অথচ আমাদের ২৯ হাজার ২০০ টাকা দেওয়া হচ্ছে। আমরা বিষয়টি নিয়ে অভিযোগ জানিয়েছিলাম। এবং কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সেটা কার্যকর করেনি। ক্ষতিপুরণ না মিটিয়ে পাইপ বসানোর কাজ করছে। তাই দ্বিচারিতার প্রতিবাদে কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। আমাদের ক্ষতিপুরণ মিটিয়ে কাজ শুরু করুক।” যদিও এদিন এবিষয়ে গেইল কর্তৃপক্ষ কোইও মন্তব্য করতে চায়নি।