
নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ রাজনৈতিক হিংসা, আইনশৃঙ্খলার অবনতির পাশাপাশি দুর্নীতির ইস্যুতে তৃণমূল নেত্রীকে কোনঠাসা করার কৌশল বঙ্গ বিজেপির। আর্থিক দুর্নীতির তদন্তে গতি আনতে তৎপরতা বেড়েছে ইডির। নতুন করে তৃণমূল সাংসদ, নেতাদের নাম উঠে আসছে। এই আবহে কোভিড সরঞ্জাম কেনার অনিয়মের ইস্যুতে ফের টুইটে সরব হলেন রাজ্যের কেন্দ্রীয় সহ পর্যবেক্ষক অমিত মালব্য। এদিন টুইটের তিনি লিখেছেন, ‘পিসি দাবি করেছেন করোনা নিয়ন্ত্রণে ৪০০০ কোটি টাকা ব্যয় হয়েছে। এদিকে তাঁরই দলের মুখপাত্র দাবি করেছেন সরকার ১২০০ টাকা ব্যয় করেছে। তাহলে বাকি ২৮০০ কোটি টাকা কোথায় গেল? নাকি তৃণমূল ও স্বডাবসিদ্ধ ভঙ্গিতে করোনা নিয়ন্ত্রণের টাকা থেকেও কাটমানি নিয়েছে?’
Pishi claims to have spent 4,000 crore on Covid management, while her party’s spokesperson claims the government has spent just 1,200 crore on Covid!
Where has the 2,800 crore gone? True to TMC style, ‘Cut Money’ in Covid management as well?
People of Bengal need to know… pic.twitter.com/1g8ZAgUhJI
— Amit Malviya (@amitmalviya) November 28, 2020
শুক্রবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন উত্তরবঙ্গের প্রভাবশালী বিধায়ক মিহির গোস্বামী, মন্ত্রিত্ব ছেড়েছেন শুভেন্দু অধিকারী। এই পরিস্থিতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ি করে দ্বিতীয় টুইট করেন তিনি। মালব্য লেখেন, ‘ পশ্চিমবঙ্গের দলিত মন্ত্রি শ্যামল সাঁতরা বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠকে হাসপাতালের শয্যা বাড়ানোর ব্যাপারে সওয়াল করেছিলেন। পিসি তাঁকে থামিয়ে দিয়ে বলেন, ”আগে আমায় ভোট দিন, তারপর এ বিষয়ে ভেবে দেখবো। এটাই কী দিদির প্রশাসনিক রীতি? তাহলে আশ্চর্যের কী আছে যে মন্ত্রীরা পিসিকে পরিত্যাগ করবেন।’
এই ইস্যুতেই কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় বিজেপির হেস্টিংস দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন,’ভাইপো যেভাবে কয়লার কালোবাজারি, গোরু পাচার, সিন্ডিকেট রাজের সঙ্গে জড়িয়ে রয়েছেন তাতে দলের নেতা মন্ত্রীরা অসন্তুষ্ট । সেই অসন্তুষ্টির ফলেই তাঁরা দল ছাড়ছেন।’