আটার সঙ্গে প্লাস্টিক জাতীয় পদার্থ, উত্তেজনা তুফানগঞ্জের রেশন দোকানে
গোপাল সরকার, তুফানগঞ্জ: রেশনের আটা থেকে রাবার জাতীয় পদার্থ বের হওয়াকে কেন্দ্র করে রেশন দোকানের সামনে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটে মঙ্গলবার কোচবিহার জেলার তুফানগঞ্জ ২ নং ব্লকের নাগরখানায় একটি রেশন দোকানের সামনে। রেশন দোকানের বিরুদ্ধে অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দারা বলেন, ওই আটা দিয়ে রুটি তৈরি করে খাওয়ার পর কয়েকজনের পেটের যন্ত্রনায় ভুগছেন। জানা গিয়েছে, আটার সঙ্গে জলের মিশ্রণ গুলানোর পর আটার অবশিষ্ট অংশ রাবারের মতো হয়ে যাচ্ছে। রেশনের থেকে আটা আনা হয়েছিল। সেই আটা দিয়ে রুটি তৈরি করে কয়েকদিন খাওয়া হয়েছে। মাঝে পেটের যন্ত্রণা হলেও কী কারণে হচ্ছে তা বুঝে উঠতে পারিনি। সোশ্যাল মিডিয়ায় আটা থেকে প্লাষ্টিক-রাবার জাতীয় পদার্থ বের হওয়ার ঘটনাতেই আতঙ্কিত হয়ে পড়ি। জলের মিশ্রণ দিয়ে পরীক্ষা করতেই একইরকম ঘটনা উঠে আসে৷
আরও পড়ুন: কাজের টেন্ডার নিয়ে কারচুপির অভিযোগ মেখলিগঞ্জে
বর্তমানে বাড়িতে থাকা রেশনের অবশিষ্ট আটা গবাদি পশুকে খাইয়ে দেওয়ার কথাও জানিয়েছেন বাসিন্দারা। এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে তৎক্ষণাৎ ছুটে আসে খাদ্য দপ্তরে আধিকারিকরা। খাদ্য দপ্তরে আধিকারিক সিদ্ধার্থ বামজান বলেন, স্থায়ী বাসিন্দারা রেশনের আটার মধ্যে প্লাস্টিক জাতীয় পদার্থ মিশ্রিত রয়েছে এমন অভিযোগ তুলেছেন। তবে আমরা রেশন ব্যবস্থা চালিয়ে যাব। তবে আমাদের মনে হয় আটার মধ্যে প্রোটিনের পরিমাণ বেশি থাকায় এমনটা হচ্ছে। তাও আমরা আটার স্যাম্পল নিয়েছি তা ল্যাবরেটরিতে পাঠানো হবে। রিপোর্ট আসলেই সব পরিষ্কার হয়ে যাবে।