
যুগশঙ্খ, ওয়েব ডেস্ক:এবার করোনায় বাবা-মাকে হারানো শিশুদের পাশে বটবৃক্ষের মতো দাঁড়াল মোদি সরকার। পিএম কেয়ার ফান্ডে ভবিষ্যত সুরক্ষিত করতে অসহায় শিশুদের পাশে কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রীর দফতর থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হল,’ কোভিড-১৯ আক্রান্ত হয়ে অভিভাবক, আইনি অভিভাবক বা পালিত অভিভাবকের মৃত্যু হলে শিশুদের পিএম কেয়ার ফর চিল্ড্রেন স্কিমে সহযোগিতা করা হবে।’
২৯ মে, ২০২১-এ এই উদ্যোগ চালু করেছিল। এক বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, প্রধানমন্ত্রী স্কুলগামী শিশুদের বৃত্তি হস্তান্তর করবেন। আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে একটি ‘পিএম কেয়ারস ফর চিলড্রেন’ পাসবুক এবং স্বাস্থ্য কার্ডও তাদের হস্তান্তর করা হবে।
প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘পিএম কেয়ারস ফর চিলড্রেন’ প্রজেক্টটি শিশুদের জন্য কাজ করবে। সরকার শিশুর দৈনন্দিন প্রয়োজনের জন্য অন্যান্য প্রকল্পের মাধ্যমে মাসিক চার হাজার টাকার ব্যবস্থাও করেছে। আমি শিশুদের সঙ্গে কথা বলছি প্রধানমন্ত্রী হিসাবে নয়, তাদের পরিবারের একজন সদস্য হিসেবেই। আমি তাদের পাশে থাকতে পেরে খুব খুশি’।