fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

মুম্বই হামলার ১২ বছর, মৃত-শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন মোদি-শাহ

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার মুম্বই হামলার বর্ষপূর্তি। আজ থেকে ঠিক ১২ বছর আগে ভয়াবহ জঙ্গি হামলায় কেঁপে ওঠে মুম্বই

। সেই স্মৃতি আজও ভুলতে পারেননি দেশবাসী। এদিকে ভয়াবহ সেই সন্ত্রাসবাদী হামলায় জীবন বলিদান দেওয়া নায়কদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, পীযুশ গোয়েল, রণদীপ সিং সুরজেওয়ালা-সহ অনেকেই।

এদিন প্রধানমন্ত্রী লেখেন, ‘দেশের বৃহত্তম সন্ত্রাসবাদী হামলার সঙ্গে জড়িত আজকের দিন। ২০০৮ সালে পাকিস্তানের সন্ত্রাসবাদীরা মুম্বই হামলা করেছিল। সেই হামলায় বহু মানুষের মৃত্যু হয়। বিভিন্ন দেশের মানুষ মারা যান। মুম্বই হামলায় মৃত সবাইকে আমার শ্রদ্ধা জানাচ্ছি।’

সেইসঙ্গে অমিত শাহ লেখেন, ‘মুম্বই ২৬/১১ হামলায় প্রাণ হারানো মানুষদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পিত করছি ও তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এই হামলায় সন্ত্রাসবাদীদের সামনে দৃঢ়ভাবে লড়াই চালানো সুরক্ষাকর্মীদের কোটি কোটি প্রণাম। এই দেশ আপনাদের বীরতা ও বলিদানের জন্য কৃতজ্ঞ থাকবে।’

এ দিকে হামলার দায় স্বীকার করা সন্ত্রাসবাদী সংগঠন জামাত-উদ-দাওয়ার ১০ জন সন্ত্রাসবাদীর উদ্দেশে এ দিন প্রার্থনা সভার আয়োজন করে পাক সন্ত্রাসবাদী সংগঠন।

উল্লেখ্য, ২০০৮ সালে মুম্বই হামলায় মৃত্যু হয়েছিল ১৭০ জনের। ভারতীয় বাহিনীর প্রত্যাঘাতে মৃত্যু হয় ৯ জন সন্ত্রাসবাদীর। জীবন্ত অবস্থায় ধরা হয় পাক সন্ত্রাসবাদী আজমল কসাবের। ২০১২ সালের ২১ নভেম্বর তাকে ফাঁসি দেওয়া হয়।

Related Articles

Back to top button
Close