fbpx
গুরুত্বপূর্ণদেশপশ্চিমবঙ্গহেডলাইন

করোনা নিয়ে প্রধানমন্ত্রী ও ৮ মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল বৈঠক শুরু, বাঁকুড়া সার্কিট হাউস থেকে যোগ দিলেন মুখ্যমন্ত্রী

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনা নিয়ন্ত্রণ ও ভ্যাকসিন নিয়ে পশ্চিমবঙ্গ-সহ ৮ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাঁকুড়া সার্কিট হাউস থেকে ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে এই ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পাশাপাশি মহারাষ্ট্র, দিল্লি, গুজরাত, হরিয়ানা, রাজস্থান, ছত্তিশগড় এবং কেরালার মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করছেন প্রধানমন্ত্রী। কেন্দ্রের মতে, এই আট রাজ্যে করোনা পরিস্থিতি খারাপ।

প্রধানমন্ত্রী দফতর সূত্রে খবর, দু দফায় মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন মোদি। প্রথম দফায় দেশের মধ্যে যে রাজ্যগুলিতে করোনা সংক্রমণের হার বেশি, তাদের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী। খোঁজ নেবেন রাজ্যের করোনা পরিস্থিতি সম্পর্কে। যে বৈঠকে ইতিমধ্যেই উপস্থিত আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় দফায় দেশের সামগ্রিক করোনা পরিস্থিতি ও ভ্যাকসিন বিতরণের প্রস্তুতি নিয়ে বৈঠক করবেন মোদি। দ্বিতীয় দফার এই বৈঠকে উপস্থিত থাকবেন সব রাজ্যের মুখ্যমন্ত্রীরাই। মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর এই বৈঠকে উপস্থিত আছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড. হর্ষবর্ধন এবং নীতি আয়োগের চেয়ারম্যানও।

অন্যদিকে, বাঁকুড়ার সার্কিট হাউস থেকেই মোদির সঙ্গে ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিডিয়ো কনফারেন্সিংয়ের জন্য সব ধরনের ব্যবস্থা করা হয়েছে বাঁকুড়া সার্কিট হাউসে। এই ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্যের তরফে উপস্থিত রয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও স্বাস্থ্য সচিব। বৈঠকে যোগ দিতে আজ সকালেই বাঁকুড়ার সার্কিট হাউসে গিয়ে পৌঁছান চন্দ্রিমা ভট্টাচার্য।

আরও পড়ুন: সৌগতের সঙ্গে ‘হাইভোল্টেজ’ বৈঠকে ‘মানভঞ্জন’ হল না শুভেন্দুর, ফের আলোচনার সম্ভাবনা

তবে নবান্নের একটি অংশের তরফে আগেই দাবি করা হয়েছিল, সেই মূল্যায়ন মোটেও সঠিক নয়। বরং রাজ্যের পরিস্থিতি ভালো যে হয়েছে, তা বিভিন্ন পরিসংখ্যানের মাধ্যমে তুলে দেওয়া হবে। সেইমতো মোদির সঙ্গে বৈঠকে মমতা বলেন, ‘পশ্চিমবঙ্গের কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’ তার পাশাপাশি জিএসটি বাবদ কেন্দ্রের কাছে যে টাকা প্রাপ্য আছে রাজ্যের, তা আবশ্যিকভাবে মিটিয়ে দেওয়ার সওয়াল করেছেন মমতা।

Related Articles

Back to top button
Close