fbpx
কলকাতাগুরুত্বপূর্ণদেশপশ্চিমবঙ্গহেডলাইন

মোদির জন্মদিন উপলক্ষ্যে সেবা সপ্তাহ উদযাপন করবে বিজেপি, থিম ‘ সত্তর’

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: করোনা আবহেই আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৭০ বছর পূর্ণ করবেন। এই উপলক্ষ্যে ‘ সেবা সপ্তাহ পালন করবে বিজেপি। আগামী ১৪ থেকে ২০ সেপ্টেম্বর পালিত হবে সেবা সপ্তাহ। যেহেতু প্রধানমন্ত্রীর ৭০ বছর পূর্ণ হচ্ছে, তাই সেবা সপ্তাহের থিম ‘ সত্তর’।

      আরও পড়ুন: রাহুলের জন্য অপেক্ষা করা কংগ্রেসকে আরও অপ্রাসঙ্গিক করবে, তোপ শিবসেনার

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন, ‘করোনা আবহে সামাজিক দূরত্ব বজায় রেখেই পালিত হবে ‘ সেবা সপ্তাহ’। সর্বভারতীয় সভাপতি জে.পি. নাড্ডা এই কর্মসূচির পরিকল্পনা করেছেন। দলের কেন্দ্রীয় দফতরের দায়িত্বে থাকা সাধারণ সম্পাদক অরুণ মিশ্র প্রত্যেক রাজ্য সভাপতিকে সেবা সপ্তাহ পালনের নির্দেশিকা পাঠিয়েছেন।’ বিজেপি কর্মীদের যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেগুলি হলো: দলের প্রতিটি মণ্ডলে ৭০ জন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে সহযোগিতা করা। মণ্ডল পিছু ৭০ জন আংশিক দৃষ্টিহীন মানুষের জন্য চশমার ব্যবস্থা করা। ৭০ টি করোনা হাসপাতাল ও গরিব কলোনিতে খাদ্য ও ফল বিতরণ। ৭০ জন করোনা রোগির জন্য প্লাজার ব্যবস্থা করা। প্রত্যেক জেলায় ৭০ টি গ্রামে স্বচ্ছতা অভিযান।

            আরও পড়ুন: সুস্থ অমিত শাহ, হাসপাতাল থেকে মিলবে মুক্তি, জানিয়ে দিল এইমস

জেলায় ৭০ টি গুরুত্বপূর্ণ স্থানে স্বচ্ছতা অভিযান। বড় রাজ্যগুলিতে অন্তত ৭০ টি রক্তদান শিবির ও ছোট রাজ্যগুলিতে প্রতি জেলায় একটি করে রক্তদান শিবিরের আয়োজন করা। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় মোদি সরকারের ৭০ টি ভালো কাজের প্রচার করতে বলা হয়েছে। একুশের লক্ষ্যে থিম ‘ সত্তর’ কতোটা কার্যকরী হবে তা সময় বলবে। তবে রাজ্য বিজেপি উদ্যোগ,আয়োজনে কোন ত্রুটি রাখছে না।

Related Articles

Back to top button
Close