fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

প্রতিরক্ষা ক্ষেত্রে বড়সড় ঘোষণা প্রধানমন্ত্রীর, আত্মনির্ভর ভারত’ এর পথে একপা এগোল কেন্দ্রীয় সরকার

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: প্রতিরক্ষা ক্ষেত্রে বড়সড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আত্মনির্ভর ভারত’ এর পথে একপা এগল কেন্দ্রীয় সরকার।

প্রতিরক্ষা ক্ষেত্রে ‘আত্মনির্ভর ভারতের’ জন্য এফডিআই বা সরাসরি বিদেশী বিনিয়োগ ৭৪ শতাংশ করে দেওয়া হল। এদিন প্রতিরক্ষা মন্ত্রকের এক ওয়েবিনারে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নিজে একথা জানান। উল্লেখ্য, ওই ওয়েবিনারে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও।

প্রধানমন্ত্রী এদিন আরও বলেন, ভারতে উৎপাদন বাড়িয়ে নেওয়াই লক্ষ্য আপাতত কেন্দ্রের। আত্মনির্ভর ভারত প্রকল্পের হাত ধরে স্বাধীনতার পর এই প্রথম দেশের মাটিতে অস্ত্র উৎপাদনে এতটা ব্রতী হয়েছে দেশ। তিনি বলেন, গত ১০০ বছরে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে উৎপাদনের অনেক সুযোগ ছিল। তবে তাতে কেউ নজর দেয়নি।

এর পাশাপাশি এদিন প্রধানমন্ত্রী প্রতিরক্ষার ক্ষেত্রে বেসরকারি উদ্যোগকেও স্বাগত জানিয়েছেন।

Related Articles

Back to top button
Close