দেশ রক্ষায় পদাতিক বাহিনীর ভূমিকায় দেশ গর্বিত, মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: আজ ইনফ্যান্ট্রি দিবস। দিনটি উপলক্ষে শুভেচ্ছা জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তিনি বলেন, নিরাপত্তায় পদাতিক বাহিনীর ভূমিকায় দেশ গর্বিত । শুভেচ্ছা জানিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী । লেখেন, “ইনফ্যান্ট্রি দিবস উপলক্ষে সাহসী পদাতিকদের শুভেচ্ছা জানাই । দেশ রক্ষায় তাদের ভূমিকায় ভারত গর্ববোধ করে । তাদের সাহসিকতা লাখ লাখ দেশবাসীকে উৎসাহিত করে ।”
আরও পড়ুন: ভারতীয় মৎস্যজীবীদের লক্ষ্য করে গুলি চালাল শ্রীলঙ্কান নৌসেনা, আহত ১
উল্লেখ্য, প্রতি বছর ২৭ অক্টোবর ভারতীয় সেনা “ইনফ্যান্ট্রি দিবস” উদযাপন করে । এদিনেই শিখ রেজিমেন্টের প্রথম ব্যাটেলিয়ন শ্রীনগর এয়ারবেসে নামে । পাকিস্তান সেনার বিরুদ্ধে সাহসী পদক্ষেপ করে ।
Greetings to all ranks of our courageous infantry on the special occasion of Infantry Day. India is proud of the role played by the infantry in protecting our nation. Their bravery continues to motivate millions. pic.twitter.com/R3GmvUcXhf
— Narendra Modi (@narendramodi) October 27, 2020
ভারতীয় সেনার চিনার কর্পস আজ ৭৪ তম ইনফ্যান্ট্রি দিবস পালন করে । শ্রীনগরের বাদামি বাগ ক্যান্টনমেন্টে উদযাপন হয় । এখানে যুদ্ধ স্মারকে একাধিক সেনা আধিকারিক আজ শ্রদ্ধা জানান ।