আধুনিক প্রযুক্তির সাহায্যে পঙ্গপাল হানায় বিশেষ ক্ষতি হয়নি: প্রধানমন্ত্রী

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: দেশের কৃষি ব্যবস্থা নিয়ে ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার অনলাইনে রানি লক্ষ্মীবাঈ কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন বিল্ডিংয়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই অনুষ্ঠানেই চাষের উন্নতিতে বিজ্ঞানের অবদানের কথা তুলে ধরেন তিনি।
এদিনের অনুষ্ঠানে ভারচুয়ালভাবে হাজির ছিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর সেই অনুষ্ঠান থেকেই স্কুলপাঠ্যে কৃষির বিভিন্ন বিষয় অন্তর্গত করার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “কৃষিকাজকে শুধুমাত্র পাঠ্যবইয়ের ছাপার অক্ষরে আবদ্ধ করে রাখা উচিত নয়। বরং স্কুলজীবন থেকে ছাত্রছাত্রীদের এ নিয়ে হাতেকলমে কাজ করতে শেখানো দরকার।”
আরও পড়ুন: করোনার জেরে ভক্তদের দান কমেছে! ব্যাঙ্কে জমা টাকায় মাসিক সুদ নেবে তিরুপতি বালাজি মন্দির
উল্লেখ্য, ভারত হল কৃষিপ্রধান দেশ। সময় যত এগোচ্ছে ততই নানা চ্যালেঞ্জের মুখে পড়ছে ভারতের কৃষিব্যবস্থা। সেই চ্যালেঞ্জ পার করতে প্রয়োজন আধুনিক পদ্ধতি। এদিন প্রধানমন্ত্রী এ প্রসঙ্গে বলতে গিয়ে দেশে পঙ্গপালের হানা ও তাঁর ফলে কৃষিকাজ কতটা ক্ষতি হয়েছে, তার খতিয়ান তুলে ধরেন। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “আধুনিক প্রযুক্তির সাহায্যে পঙ্গপাল হানায় বিশেষ ক্ষতি হয়নি। কারণ, সরকারের তরফে ড্রোন-হেলিকপ্টার ব্যবহার করে ক্ষতিকারক পতঙ্গের দলকে ফেরত পাঠাতে সক্ষম হয়েছে।”
When we talk about self-reliance in agriculture then it is not limited to self-sufficiency in food grains but encompasses self-reliance of the entire economy of the village: Prime Minister Narendra Modi https://t.co/b7AWLDkmPL pic.twitter.com/b4B7cPXWOC
— ANI (@ANI) August 29, 2020
ভারত কৃষিপ্রধান দেশ। সময় যত এগোচ্ছে ততই নানা চ্যালেঞ্জের মুখে পড়ছে ভারতের কৃষিব্যবস্থা। সেই চ্যালেঞ্জ পার করতে প্রয়োজন আধুনিক পদ্ধতি। এদিন প্রধানমন্ত্রী এ প্রসঙ্গে বলতে গিয়ে দেশে পঙ্গপালের (Locust) হানা ও তাঁর ফলে কৃষিকাজ কতটা ক্ষতি হয়েছে, তার খতিয়ান তুলে ধরেন। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “আধুনিক প্রযুক্তির সাহায্যে পঙ্গপাল হানায় বিশেষ ক্ষতি হয়নি। কারণ, সরকারের তরফে ড্রোন-হেলিকপ্টার ব্যবহার করে ক্ষতিকারক পতঙ্গের দলকে ফেরত পাঠাতে সক্ষম হয়েছে।”