বিপুল ভোটে জয়ী হয়ে ফের প্রধানমন্ত্রীর কুর্সিতে জেসিকা, শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বিপুল ভোটে জয়ী হয়ে পুনরায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন জেসিকা আরড্রেন। এবার তাঁকে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন প্রধানমন্ত্রী টুইট করে বলেন, “নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরড্রেন-কে অভিনন্দন জানিয়েছেন”। মোদি বলেন, তিনি দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের লক্ষ্যে কাজ করার অপেক্ষায় রয়েছেন।
My heartiest congratulations to the PM of New Zealand @jacindaardern on her resounding victory.
Recall our last meet a year ago and look forward to working together for taking India-NZ relationship to a higher level. pic.twitter.com/8C4OS1LVMQ
— Narendra Modi (@narendramodi) October 18, 2020
উল্লেখ্য, শনিবার ৮৭ শতংশ ভোট গণনার পর জানা যায়, আরড্রেনের মধ্য-বামপন্থী লেবার পার্টি ৪৮.৯ শতাংশ ভোট পেয়েছে। ১৯৯৬ সালে কিউই-র দেশে নতুন নির্বাচন ব্যবস্থার প্রবর্তনের পর থেকে এটাই সেই দেশে কোনও রাজনৈতিক দলের সর্বোচ্চ সাফল্য বলে জানা গিয়েছে। এই দারুণ জয়ের পর প্রধানমন্ত্রী আরড্রেন তাঁর বিজয়-ভাষণে বলেন, ‘আজ রাতে নিউজিল্যান্ড গত ৫০ বছরে লেবার পার্টিকে তার বৃহত্তম সমর্থন দিয়েছে।’ প্রসঙ্গত, জেসিকা আরড্রেন দারুণ জনপ্রিয় নিউজিল্যান্ডে। করোনা সংক্রমণ রুখতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন তিনি।