fbpx
দেশহেডলাইন

দেশবাসী শিক্ষাব্যবস্থায় বদল চেয়েছিলেন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: আজ ফের জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলেন। তিনি বলেন, শিক্ষানীতি নিয়ে কনক্লেভ দরকার, নতুন শিক্ষানীতি মোড় ঘুরিয়ে দেবে, সবার নজর শিক্ষা নীতির প্রয়োগের দিকে। শিক্ষা নীতি নিয়ে স্বাস্থ্যকর বিতর্ক চলছে। শিক্ষাবিদদের পাশে আছি। দেশবাসী শিক্ষাব্যবস্থায় বদল চেয়েছিলেন।

ডাক্তার ইঞ্জিনিয়ারের দউর থেকে সরতে হবে, নতুন শিক্ষানীতি পাঠ্যবই নির্ভর নয়, যুবকদের ক্ষমতায়নের কথা আছে এই নীতিতে।

আরও পড়ুন : তীব্র আর্থিক সংকটে বেইরুট…ধ্বংস খাদ্য ভান্ডার, বেঁচে আছে একমাসের খাদ্য সামগ্রী!

জীবিকার জন্য মাঝপথে কোর্স ছাড়া যাবে। শিক্ষানীতিতে বদল নিয়ে আসা দরকার হয়ে পড়েছিল। চাকরির প্রয়োজন অনুসারে পড়াশোনা। বইয়ের ভার কমানোই এই শিক্ষানীতির নয়া লক্ষ্য। জীবনভর একই চাকরি করতে হবে না। বর্তমান-ভবিষ্যত প্রজন্মই তৈরি করা এর লক্ষ্য। প্রতিভা ও প্রযুক্তির মেলবন্ধনে এই উদ্যোগ। শিক্ষকরাই পড়ুয়াদের স্বপ্ন দেখাতে পারেন। সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পঞ্চম শ্রেণি অবধি মাতৃভাষা বাধ্যতামূলক। টিচার ট্রেনিং-এর ওপরও জোর দেওয়া হয়েছে। জাতীয় শিক্ষানীতি শুধু একটা সার্কুলার নয়। পুরো সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। ইচ্ছাশক্তির মাধ্যমেই শিক্ষা নীতির উন্নতি হবে।

 

 

 

Related Articles

Back to top button
Close