
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: আইআইটি দিল্লির সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি নিজের বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘এ সময়ে সবচেয়ে বড় ভূমিকা নিতে চলেছে টেকনোলজি। ভার্চুয়াল রিয়েলিটি ওয়ার্কিং রিয়েলিটির জায়গা দিচ্ছে। সরকার সবসময় আপনাদের পাশে রয়েছে। করোনা সংকট বিশ্বে বড় বদল এনেছে। দেশে আজ যোগ্য ইঞ্জিনিয়ারের অভাব নেই।’
आज देश में आपकी जरूरतों को, भविष्य की आवश्यकताओं को समझते हुए एक के बाद एक निर्णय लिये जा रहे हैं, पुराने नियम बदले जा रहे हैं। मेरी ये सोच है कि पिछली शताब्दी के नियम-कानूनों से अगली शताब्दी का भविष्य तय नहीं हो सकता है: IIT दिल्ली के 51वें दीक्षांत समारोह में प्रधानमंत्री pic.twitter.com/EaQ4i7BIrY
— ANI_HindiNews (@AHindinews) November 7, 2020
আরও পড়ুন: অস্ত্রোপচার হবে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের
তিনি আরও বলেন, ‘এ বছর আইআইটি দিল্লির হীরক জয়ন্তী বর্ষ। যাঁরা এ বছর পাস করেছেন তাঁরা অনেকে সুযোগ পাবেন। পরিবর্তিত সময়ের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আত্মনির্ভর ভারত অভিযান অনেক নতুন সুযোগ এনেছে। তরুণদের কাছে নতুন ব্যবসার পথ সগম হচ্ছে। গুণগত মানের ওপরে জোর দিতে হবে। উন্নতমানের ওপরেই দির্ঘমেয়াদি বিশ্বাস নির্ভর করে।’