গুরুত্বপূর্ণদেশহেডলাইন
ব্যক্তিগত চিন্তা পছন্দ-অপছন্দ যেন কখনওই রাষ্ট্রবিরোধী না হয়, জেএনইউকে মোদির বার্তা

ইন্দ্রানী দাশগুপ্ত, নিউ দিল্লি: “ব্যক্তিগত চিন্তা পছন্দ-অপছন্দ থাকতেই পারে, কিন্তু তারা যেন কখনওই রাষ্ট্রবিরোধী না হয়, সবার আগে দেশের যুবসমাজকে মনে রাখতে হবে তাদের যাবতীয় আবেগ যেন রাষ্ট্রের প্রতি উৎসর্গকৃত হয়”, বৃহস্পতিবার দিল্লির জওহরলাল নেহেরু ইউনিভার্সিটিতে স্বামী বিবেকানন্দের ১১.৫ ফুট দৈঘ্যের পূর্ণ অবয়ব মূর্তির উন্মোচনে এমন মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী রমেশ রমেশ পক্রিয়াল নিশাঙ্খ, ইউনিভার্সিটি উপাচার্য সহ উপাচার্য সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।
যুব সমাজের প্রতি স্বামীজীর একাধিক বার্তা তুলে ধরে মোদি বলেন, “জহরলাল নেহেরু ইউনিভার্সিটি পৃথিবীর গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে অন্যতম, আজ পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কর্মরত তিনি বলেন উন্নত ভারত গড়ে তোলার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে,” বিভিন্ন মানুষের মনে তাদের ব্যক্তিগত চিন্তা পছন্দ-অপছন্দ থাকতেই পারে কিন্তু তারা যেন কখনোই রাষ্ট্রবিরোধী না হয় । এছাড়াও তিনি সরকারের কৃষি থেকে শুরু করে শিক্ষা পর্যন্ত একাধিক সংস্কারের কথাও তুলে ধরেন পড়ুয়াদের কাছে।
প্রসঙ্গত উল্লেখ্য,মোদি জমানায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে বরাবরই প্রতিবাদ জানিয়ে এসেছে জেএনইউ, হোস্টেলের ফি বৃদ্ধি থেকে কাশ্মীর ইস্যুতে মোদি সরকারের বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদ জানিয়ে এসেছেন ঐশি, কানাইয়ারা,সেই প্রতিবাদে তাঁদের থেকেই কাশ্মীর কিংবা আফজল গুরুকে নিয়ে বেশ কয়েকবার শ্লোগান ওঠে।এরপর এই জেএনইউয়ের বাম সংগঠনগুলিকে ‘টুকরে টুকরে গ্যাং’ হিসেবে অভিহিত করা হয় বিজেপির পক্ষ থেকে।জেএনইয়ুর বাম সংগঠনগুলির কেন্দ্র বিরোধীতার এই আবহে এদিন পড়ুয়াদের ব্যাক্তিগত চিন্তা ভাবনার সঙ্গে প্রধানমন্ত্রী রাষ্ট্রবিরোধীতার প্রসঙ্গ উল্লেখ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।