জঙ্গিদের ঘরে ঢুকে তাঁদের মেরে আসে আমাদের সেনা, জয়সলমীরে হুঙ্কার প্রধানমন্ত্রীর

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: সেনাদের সঙ্গে দীপাবলির আনন্দ ভাগ করে নিতে জয়সলমীরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন বক্তব্য রাখতে গিয়ে নাম না করে চিন এবং পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। নিজের বক্তব্যের শুরুতেই তিনি ভারত মাতার জয় শ্লোগান তোলেন। শুক্রবার ভারতীয় সেনা প্রায় ১১ জন পাক সেনাকে নিকেশ করেছে। ইতিমধ্যেই সেই ভিডিও যথেষ্ট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এদিন তিনি বলেন, ‘ভারত বুঝতে ও বোঝাতে বিশ্বাসী। জঙ্গিদের ঘরে ঢুকে তাঁদের মেরে আসে আমাদের সেনা।’
#WATCH | Rajasthan: PM Narendra Modi and members of Indian Armed Forces chant ‘Bharat Mata ki Jai’ at Longewala in Jaisalmer.
The Prime Minister is in Longewala to celebrate #Diwali with security forces. pic.twitter.com/gkWfvIxjQw
— ANI (@ANI) November 14, 2020
তিনি আরও বলেন, ‘৭১-এর যুদ্ধ অনেককে অনুপ্রাণিত করেছে। লঙ্গেওয়ালা পোস্ট থেকেই ইতিহাস তৈরি হয়েছে, আপনাদের শৌর্য, বিরত্বের জন্যই শুত্রুরা ভয় পায়।’ বাংলাদেশের প্রসঙ্গ টেনে এদিন প্রধানমন্ত্রী পাকিস্তানের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ‘বাংলাদেশে পাক সেনা অত্যাচার চালিয়েছে, পাক সেনার জন্যই বিশ্বে পাকিস্তানের নিন্দা, ভারত পাকিস্তানকে কড়া জবাব দিয়েছে, ভারত সম্প্রসারবাদের বিরুদ্ধে, ভারত আলোচনায় পক্ষপাতি। দুনিয়ার নজর ঘোরাতেই ভারতের ওপর আক্রমণ। জয়সলমীরেই পাক ট্যাঙ্ক বাহিনীকে ধ্বংস করে ভারত। ভারতীয় সেনার শৌর্যে গর্বিত ভারতবাসী। হিমালয় থেকে মরুভূমি সেনা বিরত্বের পরিচয় দিয়েছে।’