খারাপের উপর ভালো ও অসত্যের উপর সত্যের এই মহাপর্ব প্রত্যেকের জীবনে নতুন প্রেরণা নিয়ে আসুক: প্রধানমন্ত্রী

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: দশেহরা উপলক্ষে গোটা দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুভেচ্ছাবার্তায় অসত্যের উপর সত্যের জয়ের কথা বলেন তিনি ৷
টুইটারে প্রধানমন্ত্রী লেখেন, “প্রত্যেক দেশবাসীকে জানাই বিজয়াদশমীর অনেক শুভেচ্ছা ৷ খারাপের উপর ভালো ও অসত্যের উপর সত্যের এই মহাপর্ব প্রত্যেকের জীবনে নতুন প্রেরণা নিয়ে আসুক ৷” এর আগে আরও একটি টুইট করে তিনি দেশবাসীকে মহানবমীর শুভেচ্ছা জানান ৷
सभी देशवासियों को विजयादशमी की ढेर सारी शुभकामनाएं। बुराई पर अच्छाई और असत्य पर सत्य की जीत का यह महापर्व हर किसी के जीवन में नई प्रेरणा लेकर आए।
— Narendra Modi (@narendramodi) October 25, 2020
তিনি আরও লেখেন, “দেশবাসীকে মহানবমীর শুভেচ্ছা ৷ নবরাত্রির এই শুভক্ষণে মা দুর্গার নয়টি শক্তির আরাধনা করা হয় ৷ দেবী সিদ্ধিদাত্রীর পুজা-অর্চনা করা হয় ৷ দেবী সিদ্ধিদাত্রীর আশীর্বাদে সকলে নিজের কাজে সিদ্ধিপ্রাপ্ত হোক ৷ ”
প্রধানমন্ত্রীর পাশাপাশি এদিন গোটা ভারতবাসীকে দশেরার শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ । টুইটে তিনি বলেন, ”এই উৎসব সমস্ত খারাপ বা যা কিছু অশুভ তার বিরুদ্ধে ভালোর জয়ের প্রতীক । এটি দেশের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পালিত হয় ।”
এদিন তিনি আরও বলেন, “এই উৎসব ভারতের সাংস্কৃতিক ঐক্যকে আরও শক্তিশালী করে এবং পূণ্যের পথে চলতে এবং যা কিছু খারাপ তা থেকে দূরে থাকতে ও ঐক্যের মধ্যে বাঁচতে অনুপ্রাণিত করে । “