‘জওয়ানদের সম্মানের জন্য ঘরে ঘরে প্রদীপ জ্বালান’, মন কি বাত-এ আহ্বান প্রধানমন্ত্রীর

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: রবিবার রেডিও প্রোগ্রাম মন কি বাত-এর মাধ্যমে ফের একবার দেশবাসীর সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বর্তমানে ওই করোনা ভাইরাসের আবহে উত্সব পালনের সময় দেশের সৈনিকদের জন্য দেশবাসীকে প্রদীপ জ্বালানোর আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রবিবার মাসিক রেডিও অনুষ্ঠান-এ তিনি বলেন, সাহসী জওয়ান ও নিরাপত্তা রক্ষীদের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে রয়েছে গোটা দেশ। এদিন দিন রেডিয়ো অনুষ্ঠানের দেশবাসীকে দশেরার শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘বাইরের হুমকি থেকে দেশের মানুষ যাতে নিরাপদে থাকতে পারে, তাই পরিবারের থেকে দূরে থেকে সীমান্ত পাহারা দিয়ে চলেছেন সৈনিকরা। বছরের এই সময়ে ঈদ, দীপাবলির মতো প্রচুর উত্সব রয়েছে। এই উত্সবের সময় আমাদের সাহসী জওয়ানদের কথাও মনে রাখতে হবে, যাঁরা সীমান্তে দাঁড়িয়ে রয়েছেন। ভারত মাতার এই সাহসী সন্তানদের সম্মান জানাতে আমাদের ঘরে প্রদীপ জ্বালাতে হবে।’
তিনি আরও বলেন, ‘আজ বিজয় দশমী – দশেরা উত্সব। এই অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা জানাই। এই উত্সব অসত্যের বিরুদ্ধে সত্যের জয়ের প্রতীক। একইসঙ্গে এই উত্সব সংকচের সময়ে ধৈর্যের জয়ের কথাও মনে করিয়ে দেয়। আজকের দিনে সবাই সংযত হয়ে এই উত্সব পালন করুন। আমরা যে লড়াই লড়ছি, তাতে অবশ্যই আমরা জয়ী হব।’