‘করোনাবিধি মেনেই প্রাক্তন রাষ্ট্রপতির সম্পন্ন হবে শেষকৃত্য’, শেষ শ্রদ্ধা প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতির

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: সোমবার প্রয়াত হন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তাঁর মৃত্যু যে ভারতীয় রাজনীতির ক্ষেত্রে অপূরনীয় ক্ষতি তা বলাই বাহুল্য। আজ মঙ্গলবার তাঁর বাড়িতে শেষ শ্রদ্ধা জানাতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন পূর্ণ রাষ্ট্রিয় মর্যাদায় মঙ্গলবারই প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শেষকৃত্য সম্পূর্ণ হবে। তবে কোভিডবিধি মেনে কাঁচের গাড়িতেই নিয়ে যাওয়া হবে তাঁর মরদেহ। এদিন সকাল থেকেই তাঁকে শেষশ্রদ্ধা জানাতে বাসভবনে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব।
#WATCH Delhi: Prime Minister Narendra Modi pays last respects to former President #PranabMukherjee at his residence, 10 Rajaji Marg. pic.twitter.com/m5nTXr4oOU
— ANI (@ANI) September 1, 2020
উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় লড়াই শেষ হয় আধুনিক রাজনীতির চাণক্যর। দিল্লির সেনা হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রণব মুখোপাধ্যায়। এরপর থেকে দেশ বিদেশ থেকে শোকবার্তা এসেছে। রাষ্ট্রিয় শোকের ঘোষণা করেছে কেন্দ্রও। দিল্লির সেনা হাসপাতাল থেকে প্রাক্তন রাষ্ট্রপতির দেহ তাঁর দিল্লির বাসভবন ১০ রাজাজি মার্গে নিয়ে আসা হয়। সেখানেই মঙ্গলবার সকাল থেকে শেষশ্রদ্ধা জানাতে উপস্থিতি হয়েছেন সকলে।
Delhi: Congress leader Rahul Gandhi pays last respects to former President #PranabMukherjee at his residence, 10 Rajaji Marg. pic.twitter.com/v504A5vuqo
— ANI (@ANI) September 1, 2020
এদিন সকালে প্রাক্তন রাষ্ট্রপতির বাসভবনে শেষশ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর একে একে উপরাষ্ট্রপতি বেঙ্কইয়া নাইডু, লোকসভার স্পিকার ওম বিড়লা, চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, তিন সেনাপ্রধান শেষশ্রদ্ধা জানাতে এসেছিলেন। এসেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহান সিং, রাহুল গান্ধীও। জানা গিয়েছে, এদিন দিল্লির লোধি রোড শ্মশানে পূর্ণ রাষ্ট্রিয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।