
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: একদিকে করোনা অন্যদিকে বন্যা। এই দুইয়ের দাপটে নাজেহাল অসম। গোটা অসমে যখন করোনাভাইরাসের সংক্রমণ লাগামছাড়া হয়ে উঠছে, তখন বন্যা পরিস্থিতিও আরও ভয়াবহ আকার নিয়েছে। অসম স্টেট ডিজাজটার ম্যানেজমেন্ট অথোরিটি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, বন্যার প্রভাব পড়েছে রাজ্যের প্রায় ৩১টি জেলায়। রাজ্যের মোট সাড়ে চার হাজার গ্রামের পরিস্থিতি ভয়াবহ। বন্যায় ক্ষতিগ্রস্ত কমপক্ষে ৪৮ লক্ষ ৭ হাজার মানুষ। এহেন পরিস্থিতিতে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রবিবার সকালে অসমের মুখ্যমন্ত্রী সোনওয়াল বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাকে সকালে ফোন করেছিলেন। অসমের বন্যা, করোনা পরিস্থিতি ও বাঘজান তৈলখনিতে আগুন লাগার বিষয়ে সমস্ত কিছু জানতে চান। তিনি পুরো পরিস্থিতি নিয়ে চিন্তা ব্যক্ত করেছেন। অসমের মানুষের পাশেই তিনি রয়েছেন বলে জানিয়েছেন। সেইসঙ্গে অসমকে যাবতীয় সাহায্য দেওয়ার বিষয়েও অঙ্গীকার করেছেন।’
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, টেলিফোনে কথা বলার সময়ে প্রধানমন্ত্রীকে সোনওয়ালও বন্যা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীকে তিনি বলেন, রাজ্যের মোট ৩৩টি জেলার মধ্যে ৩১টি জেলাই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রধানমন্ত্রী মোদি পরিস্থিতি মোকাবিলায় অসামকে সর্বত ভাবে সাহায্য করার আশ্বাস দিয়েছেন।