শুক্রবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: শুক্রবার রাজ্য পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
জানা গিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল সকাল ১০টা নাগাদ তিনি দমদম বিমানবন্দরে পৌঁছাবেন। এদিন মোদিকে স্বাগত জানাতে বিমানবন্দরে থাকবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আমফান বিধ্বস্ত বাংলার পরিস্থিতি পর্যালোচনা করতেই প্রধানমন্ত্রীর এই সফর।
আমফানের তাণ্ডবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণবঙ্গ। ইতিমধ্যে প্রাণহানি হয়েছে ৭২ জনের। স্বজনহারা প্রতিটি পরিবারকে আড়াই লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে টাস্ক ফোর্সের বৈঠকের পরই মুখ্যমন্ত্রী ঝড়ের ভয়াবহতার কথা আরও একবার সকলকে মনে করিয়ে দেন।
জানা গিয়েছে, এদিন মোদি মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে দুই ২৪ পরগণা, কলকাতা সহ ঘূর্ণিঝড়ে তছনছ হয়ে যাওয়া এলাকার পরিস্থিতি খতিয়ে দেখবেন তারা ৷ এরপর উত্তর ২৪ পরগণার বসিরহাটে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকের কথাও রয়েছে প্রধানমন্ত্রীর কর্মসূচির তালিকায় ৷